গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু, চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন, নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরাব এলাকায়।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, চঞ্চল ও রিপন কোনাবাড়ি থেকে বরাব গ্রামে যাওয়ার পথে বরাব খোলাপাড়া রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই বন্ধুর মরদেহ সংগ্রহ করেন। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, "ঘটনাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিষয়টি রেল পুলিশ তদন্ত করবে। আমরা খোঁজ নিচ্ছি।"