‘অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কারাবন্দি হয়েছিলাম, এখন মেয়ের বয়স ১৫ বছর’
১৬ বছর কারাভোগের পর মেয়েকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিডিআর জাওয়ান মামুন। ছবি: সংগৃহীত
পিলখানা ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ ১৬ বছর পর জামিন পেয়ে মুক্তি পেয়েছেন সাবেক বিডিআর সদস্যরা। তাদের মধ্যে ১৩৬ জন সাবেক বিডিআর জাওয়ান আজ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
কারামুক্তির এ দৃশ্য ছিল আবেগঘন, যেখানে স্বজনরা খুশিতে কেঁদে ফেলেছেন। তাদের দীর্ঘ অপেক্ষার পর আজ আনন্দে মেতে উঠেছে পরিবারগুলো।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ১৩৬ জন সাবেক বিডিআর সদস্যের মুক্তি। দুপুর ১টা পর্যন্ত ৬৫ জনের বেশি সদস্য মুক্তি পেয়েছেন বলে জানায় কারা সূত্র।
মুক্তিপ্রাপ্ত এক জাওয়ান মামুন বলেন, “আমি ১৬ বছর কারাগারে ছিলাম, সম্পূর্ণ বিনা বিচারে। যদি সঠিক বিচার হতো, তবে আমাকে কারাভোগ করতে হতো না।” এসময় তার কণ্ঠে ছিল আবেগ, চোখে জল। তিনি জানান, “৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চাকরির তিন বছর বয়সে কারাগারে যাই। আমার একমাত্র মেয়ের বয়স এখন সাড়ে ১৫ বছর।”
কারাগারের বাইরে, মুক্তিপ্রাপ্তদের স্বজনরা ফুল নিয়ে অপেক্ষা করছিলেন, তাদের দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে শেষ হয়েছে। তারা একে অপরকে আলিঙ্গন করে আনন্দে ফেটে পড়েন।
২২ জানুয়ারি কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পিলখানা বিদ্রোহ মামলার ১৭৮ জনের জামিননামা পৌঁছানোর পর, যাচাই-বাছাই শেষে কারাগারের বাইরে আসেন তারা। তাদের মুক্তি অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৬ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৮৯ জন, হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জন মুক্তি পেয়েছেন। এর মধ্যে আরও ১০ জনের জামিননামা পৌঁছেছে, ফলে মোট ১৩৬ জনের মুক্তি পেতে পারে বলে জানা গেছে।