গাজীপুরে কভার্ড ভ্যানের চাপায় সাবেক পুলিশ সদস্য ও সাংবাদিক নিহত
ছবি: সংগৃহীত
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কভার্ড ভ্যানের চাপায় সাবেক এক পুলিশ সদস্য এবং এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার হোতাপাড়া বিমান ঘাঁটির ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শ্রীপুর উপজেলার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আইয়ুব আলীর ছেলে সম্রাট (৩৫) এবং শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাংবাদিক মিজানুল কবির মাসুদ (৪০) ছিলেন। সম্রাট ২০২০ সালে পুলিশ বিভাগ থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। অন্যদিকে, মাসুদ দৈনিক একুশের বাণী পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কভার্ড ভ্যানটি উল্টো পথে হোতাপাড়ার দিকে আসছিল। বিমান ঘাঁটির সামনে ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে চালক ও আরোহী মহাসড়কে পড়ে যান। এসময় কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
সালনা হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। কভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার খবর শুনে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে।