সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৬ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টাঙ্গাইলে কলেজছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে রবিন (১৯) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল শুক্রবার ৪ অক্টোবর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রবিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত রবিন উপজেলার বলিভদ্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেরামজানী পশ্চিমপাড়ার ওমান প্রবাসী লেবুর ছেলে এবং সে এইচএসসি শিক্ষার্থী।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে রবিনের সাথে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক মেলামেশা করে। কয়েকমাস আগে বিষয়টি জানাজানি হলে হঠাৎ যোগাযোগ বন্ধ করে ঢাকায় আত্মগোপনে চলে যায় রবিন।

এরমধ্যে স্কুলছাত্রী আল্ট্রাসনোগ্রাম করলে জানতে পারে সে ৮ মাসের অন্তঃসত্বা। এ সম্পর্কের বিষয়টি স্থানীয় মাতাব্বরদের জানালে গত বৃহস্পতিবার ৩ অক্টোবর একটি সালিশি বৈঠকের উদ্যোগ নেন তারা। সে সালিশে অভিযুক্ত রবিন প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে। রবিন প্রভাবশালী হওয়ায় সেই সালিশি সুষ্ঠু বিচার পাননি বলে জানায় ভুক্তভোগী।

ভুক্তভোগীর মা জানান, গত বৃহস্পতিবার ইউপি সদস্য ফারুক হোসেন, মাতাব্বর সালাউদ্দিন, দেলোয়ার হোসেন দোলা, সরুজ মেম্বারসহ মিমাংসা করার জন্য বৈঠক করে। সেই বৈঠকে রবিন প্রেম ও মেলামেশার সম্পর্ক অস্বীকার করে।

এরপর সালিশ বৈঠকে ইউপি সদস্য ফারুক হোসেন জোর করে সাদা কাগজে ভুক্তভোগীর স্বাক্ষর নিয়ে সালিশ সমাপ্ত করে দেন এবং অভিযুক্ত রবিনের পরিবার প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য হুমকিসহ নানা চাপ প্রয়োগ করছে।

ভুক্তভোগী স্কুলছাত্রী বলেন, সালিশে মাতাব্বরা সুষ্ঠু ও ন্যায় বিচার দেয়নি। উল্টো আমাদের হুমকি দিচ্ছে। রবিনের সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই।

এ ঘটনায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। ছবি: ঢাকাপ্রকাশ

শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা জেলা। সোমবার (২০ জানুয়ারি) সকালে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে চিহ্নিত হয়েছে। মাঘ মাসের তীব্র শীতে গোটা জেলা সঙ্কটময় পরিস্থিতির মধ্যে রয়েছে।

শীতের কারণে খেটে খাওয়া মানুষের জীবন-যাপন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মৃদু শৈত্য প্রবাহ এবং উত্তরের হিমেল হাওয়া মানুষ ও পশুপাখিদের কাবু করে ফেলেছে। সকাল ৬টা ও ৯টার দিকে তাপমাত্রা যথাক্রমে ৯.৮ এবং ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

শীতের প্রকোপে মাঠ-ঘাটে কাজ করা মানুষের কষ্ট বেড়েছে। বোরো ধান লাগানো শ্রমিক বিল্লাল হোসেন জানান, কাদা পানিতে কাজ করা অনেক কঠিন হয়ে পড়েছে এবং শীতে তার হাতের আঙুল আকাটা হয়ে যাচ্ছে।

ভ্যানচালক সাদেক আলী বলেন, কিছুদিন শীত একটু কম ছিল, কিন্তু আজ আবার শীতের তীব্রতা বেড়েছে, যা ভ্যান চালাতে তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।

জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, শীতার্তদের জন্য ১০ হাজার কম্বল সরবরাহ করা হয়েছে, যা বিতরণ করা হচ্ছে। এছাড়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৩০ লক্ষ টাকা সহায়তা পাওয়া গেছে, যা ইউএনওদের মাধ্যমে শীতবস্ত্র কেনার জন্য ব্যবহৃত হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানিয়েছেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমতে পারে। তবে ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা দু'দিন একটু বাড়বে, এরপর আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

মেডিকেলে ৭৩ পেয়েও চান্স হয়নি, কোটায় ৪১ পেয়েই ভর্তি!

মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ছবি: সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ফলাফলে দেখা গেছে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

এ বছর ১০০ নম্বরের মধ্যে ৭৩ নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, অন্যদিকে বিভিন্ন কোটায় ৪১-৪৬ নম্বর পেয়ে আড়াই শতাধিক শিক্ষার্থীর মিলেছে ভর্তির সুযোগ।

ফলাফল প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী- অভিভাবক ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৫৭টি সরকারি মেডিক্যাল কলেজে মোট ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে, যার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২৬৯টি এবং পশ্চাৎপদ জনগণের জন্য ৩৯টি আসন সংরক্ষিত। মুক্তিযোদ্ধা কোটার ২৬৯টি আসনের মধ্যে ১৯৩ জন পরীক্ষায় পাস নম্বর পেয়েছেন, বাকি আসনগুলো মেধাতালিকা থেকে পূর্ণ করা হয়েছে।

কিন্তু কোটার কারণে অনেক শিক্ষার্থী বঞ্চিত হওয়ায়, সামাজিক মাধ্যমে ক্ষোভ ও নিন্দা দেখা যাচ্ছে। অনেক শিক্ষার্থীর অভিযোগ, তারা ৭০ নম্বর পেয়ে সুযোগ হারালেও, ৪১ নম্বর পাওয়া শিক্ষার্থীরা কোটার মাধ্যমে মেডিক্যালে ভর্তি হচ্ছেন।

শিক্ষার্থীরা বলছেন, এই বৈষম্য তাদের জন্য অত্যন্ত হতাশাজনক, বিশেষত ছাত্র আন্দোলনের পর তাদের স্বপ্ন ছিল যে এমন বৈষম্য দূর হবে।

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহাদাত হোসেন স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর ফলাফল অনুযায়ী, কোটার বদৌলতে ১০০ নম্বরের মধ্যে কেবল ৪১-৪৬ নম্বর পেয়েও বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী। ফলে তুলনামূলকভাবে অনেক বেশি নম্বর পেয়েও যোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন না। এতে শিক্ষার্থীদের বড় একটা অংশেরই মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,‘ভর্তি পরীক্ষায় এখনো কিসের কোটা? আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে। ফুলস্টপ।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন জানিয়েছেন, কোটার বিষয়ে আরো যাচাই-বাছাই করা হবে। ২৩-২৪ জানুয়ারি কোটার কাগজপত্র সংগ্রহ করা হবে এবং সেগুলো যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Header Ad
Header Ad

দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবেই: মুক্তিযোদ্ধা ফজলুর রহমান  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবিঃ সংগৃহীত

যারা মনে করছেন আর কখনো আওয়ামীলীগ কখনো আসবো না তাদের ধারণা ভুল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বলেন, এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আসবে, হয়তো এই নামে নাও আসতে পারে বা এই নেতৃত্বে না আসতে পারে তবে আওয়ামী লীগ আসবেই।

ফজলুর রহমান মনে করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু ছাত্র আন্দোলন নয়, এ আন্দোলন ছিল ছাত্র-জনতার আন্দোলন। কাজেই ক্রেডিট যদি থেকে থাকে সেটা অবশ্যই ছাত্র এবং জনতার।

এই আন্দোলনে বিএনপির অবদানে সবচেয়ে বেশি ,বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এসে পাকা ধান কেটে নিয়ে গিয়েছে ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিজেরা সব একা ভোগ করতে চাচ্ছে বিএনপিকে বঞ্চিত করে।

তিনি বলেন এই তিনি বলেন যদি এদেশের সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ তাই আসন পেয়ে নিবেদনা জিতবে নির্বাচনে জিতবে।

ফজলুর রহমান বলেন একটি দেশে বিপ্লব করতে হলে তিন থেকে দেশের জনগোষ্ঠীর তিন থেকে সাড়ে তিন শতাংশ সমর্থন প্রয়োজন।তিনি মনে করেন ৬০ লক্ষ মানুষ আন্দোলন করেছে সেখান থেকে ৯০ ভাগ মানুষ হচ্ছে বিএনপি,যারা ১৪-১৫ বছর যাবৎ অত্যাচারিত হয়ে, জীবন ও যৌবন শেষ করে জেলে নির্যাতিত হয়েছে, সেই বিএনপি'র কর্মীরা শেখ হাসিনাকে উচ্ছেদ করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
মেডিকেলে ৭৩ পেয়েও চান্স হয়নি, কোটায় ৪১ পেয়েই ভর্তি!
দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবেই: মুক্তিযোদ্ধা ফজলুর রহমান  
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি মুগ্ধ  
ইউনূস সরকারের সমালোচনা করা সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের  
গাজায় ইসরাইলের হামলা সফল; বললেন বাইডেন
মাহফিলের নামে মানুষকে কষ্ট না দেয়ার পরামর্শ আজহারীর  
হাসপাতালে ভর্তি আছেন লুৎফুজ্জামান বাবর
উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র  
আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
তিন বন্দির বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল
অনুপ্রবেশকারীরা যেন বিএনপিতে ঢুকতে না পারে : তারেক রহমান
গাজীপুরে কভার্ড ভ্যানের চাপায় সাবেক পুলিশ সদস্য ও সাংবাদিক নিহত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরানোর বিষয়ে দুদকের চিঠি
ভারতের গুজরাটে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর
নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে নওগাঁ শহরে: উপাচার্য হাছানাত আলী
ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঐতিহ্য গ্রেফতার
গণ-অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে ৫ আগস্ট নির্বাচন দিন : সালাহউদ্দিন
জাতীয় কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই
জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী