ভারতীয় পানি আগ্রসনের প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্র-জনতার বিক্ষোভ
ভূঞাপুরে ভারতের পানি আগ্রসনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য হিস্যার দাবি ও সম্প্রতি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর ওপর নির্মিত ডাম্বুর গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি এবং পানি আগ্রসনের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে জুমা’র নামাজের পর ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক হয়ে পুনরায় মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন- ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম আন্দাতপুরী প্রমুখ। বক্তারা বলেন, ভারত ইচ্ছেকৃতভাবে বাঁধ খুলে দিয়েছে। যার কারণে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় লাখো লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।