এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতুতে ৬ কোটি টাকা লোকসান
বঙ্গবন্ধু সেতু ও টোলপ্লাজা। ছবি: ঢাকাপ্রকাশ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ও কারফিউ শিথিলের পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, আন্দোলন ও কারফিউের কারণে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে টোল আদায়ে এক সপ্তাহে ৬ কোটি টাকা লোকসান হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বিকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গত ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত টোল আদায় সবচেয়ে কম হয়েছে। এনিয়ে প্রায় এক সপ্তাহে আনুমানিক ৬ কোটি টাকার টোল আদায়ে লোকসান গুণতে হয়েছে। কারফিউ শিথিল হওয়ায় গত ২৫ জুলাই থেকে যানবাহন পারাপার স্বাভাবিক হয়। বর্তমানে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে।
গত ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। কার্যত সেদিন থেকেই ময়মনসিংহ, ঢাকা ও উত্তরবঙ্গসহ কমপক্ষে ২২ টি জেলার একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যায়। ফলে সেতু পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে টোল আদায় এমন লোকসানের মুখে পড়ে সেতু কর্তৃপক্ষ।