বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট: ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। ছবিটি মহাসড়কের সল্লা এলাকা থেকে তোলা। ছবি: ঢাকা প্রকাশ।
ঝড়-বৃষ্টি ও এলোমেলোভাবে গাড়ির চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি এবং ধীর গতিতে যানবাহন চলাচলের প্রায় ২ ঘণ্টা পর সকল ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে, যানজটের ফলে ভোগান্তিতে পড়েন ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকরা।
শনিবার (৮ জুন) ভোর ৫ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের গাড়ি চালক মো. ইউনুস আলী ও যাত্রী মোফাজ্জল বলেন, সেতু পূর্ব হওয়া মাত্রই বৃষ্টি ও বাতাসের কবলে পড়তে হয়েছে। এতে করে গাড়ির চলাতে সমস্যা হয় ও গতি কমানে হয়। ফলে গাড়ির দীর্ঘ লাইন লেগে যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, রাতে ঝড়-বৃষ্টির কারণে মহাসড়কে ভোর থেকে যানবাহন এলোমেলো গাড়ি চালানো কারণে এই যানজট লেগে যায়। পরে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।