সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

খাবারে নেশা দ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি

বাসায় লুটপাটের পর এলোমেলো অবস্থায় পড়ে আছে আসবাবপত্র। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে এক প্রধান শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটে। এতে চোরচক্র বাসার আলমিরা ভেঙে নগদ এক লাখ টাকাসহ ও ২ থেকে ৩ ভরি স্বর্ণ অলংকার লুটপাট করে। নেশা জাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে শিক্ষকসহ তার পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (০৪ মে) সকালে এমন খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. শরিফুল হক ও ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত শুক্রবার রাতে উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা গ্রামের শিক্ষক মো. মতিয়ার রহমানের বাসায় এ ঘটনা ঘটে। তিনি নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অসুস্থরা হলেন- শিক্ষক মতিয়ার রহমান (৫৬), তার ছেলে জাহাঙ্গীর আলমের স্ত্রী দোলন (২৮) ও তার মেয়ে মারিয়া জাহান মুন্নী (২২)।

অসুস্থ মেয়ে মারিয়া জাহান বলেন, শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে আমিসহ আমার বাবা ও ভাবি খাবার শেষে নিজ নিজ রুমে ঘুমাতে যাই। অন্যান্য দিন আমরা টিভি বা মোবাইল দেখে ১২ টার দিকে ঘুমিয়ে পড়ি। কিন্তু সেদিন রাতে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই ঘুম ঘুম ভাব আসে। পরে কখন ঘুমিয়ে যাই তা জানা নেই। রাত ৩ টার দিকে বাসায় শব্দ হলে ঘুম ভেঙে যায়। পরে কয়েকজন লোক রুমে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে লুটপাট করে। তাদের মুখ ডাকা ছিল। যার কারণে তাদের চিনতে পারেনি।

ছেলে জাহাঙ্গীর আলম বলেন, গত শুক্রবার রাতে বাবা, ছোট বোন ও আমার স্ত্রী তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় ও আমিও ঘুমিয়ে পড়ি। পরে ভোরে ঘুম ভাঙলে দেখি বাবা, ছোট বোন ও স্ত্রী তিনজন অসুস্থ হয়ে পড়েছে এবং বাসার সবকিছু এলোমেলো। পরে ডাক-চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় বাবাকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয় এবং বোন ও স্ত্রীকে বাসাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. শরিফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এনিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী

পর্বতারোহী বাবর আলী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) শৃঙ্গে পৌঁছেছেন। ৭ এপ্রিল সোমবার সকালে তিনি এই ইতিহাস তৈরি করেন। অন্নপূর্ণা-১ পর্বত জয় করার পর বাবর আলী সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার সঙ্গে ছিলেন গাইড ফূর্বা অংগেল শেরপা।

এই কৃতিত্বের বিষয়ে অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের মাকালু অ্যাডভেঞ্চারের পরিচালক মোহন লামসাল গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

বাবর আলী পেশায় একজন চিকিৎসক এবং চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব 'ভার্টিক্যাল ড্রিমার্স' এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। গত বছর, তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে জয় করেছিলেন।

অন্নপূর্ণা-১ পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত হলেও এটি অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত। পর্বতারোহীদের মৃত্যুর হার এখানে অনেক বেশি, যা এই পর্বতটিকে বিশ্বের অন্যতম ভয়াবহ শৃঙ্গ হিসেবে দাঁড় করিয়েছে। তবে, বাবর আলী এ ব্যাপারে বেশ প্রস্তুতি নিয়ে ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ তিনি পৌঁছান অন্নপূর্ণা বেজক্যাম্পে। সেখানে এক দিন বিশ্রাম নেয়ার পর, উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প–১ (৫২০০ মিটার) এবং ক্যাম্প–২ (৫৭০০ মিটার) এ কিছু দিন কাটানোর পর তিনি চূড়ার দিকে রওনা দেন।

বাবর আলী পরিকল্পনা অনুযায়ী ৩ এপ্রিল আবার চূড়ার পথে উঠতে শুরু করেন। এই সময় একটি তুষারঝড় শুরু হলেও, বাবর আলী প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ৬ এপ্রিল রাতে ক্যাম্প–৩ (৬৫০০ মিটার) থেকেই চূড়ায় আরোহণের চূড়ান্ত পদক্ষেপ (সামিট পুশ) নেন।

Header Ad
Header Ad

বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময়ে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ পালিত হবে। তিনি বলেন, 'যদি জাটকা সংরক্ষণ করা যায়, তাহলে ইলিশের উৎপাদন অনেক গুণে বাড়বে। উৎপাদন বাড়লে বাজারেও এর প্রভাব পড়বে, সরবরাহ বাড়বে, দামও নিয়ন্ত্রণে থাকবে।'

পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার প্রচলন সম্পর্কে ফরিদা আখতার বলেন, 'এটা বাংলা সংস্কৃতির অংশ নয়। যারা পহেলা বৈশাখে ইলিশ কিনে খাচ্ছেন, তারা আইন লঙ্ঘন করছেন। ঢাকায় একটি রীতিমতো আরোপিত সংস্কৃতি তৈরি হয়েছে—পান্তা ভাতের সঙ্গে মরিচ ভর্তা কিংবা অন্য মাছ খেলেও তো অসুবিধা নেই।'

তিনি আরও বলেন, 'বাঙালির কাছে পহেলা বৈশাখের আগের দিন—চৈত্র সংক্রান্তি—একটি গুরুত্বপূর্ণ উৎসব। ওই দিনে কোনো ধরনের আমিষ খাওয়ার রেওয়াজ নেই, বরং ১৪ প্রকার শাক খাওয়ার চল রয়েছে। আর বৈশাখের দিনটিতে বাতাসা, দই-চিড়া কিংবা ছাতুর শরবত খাওয়ার রেওয়াজ ছিল। ইলিশ না খেলে দিনটা শেষ হয়ে যায় না। আরও অনেক ধরনের মাছ আছে।'

উপদেষ্টা ফরিদা আখতার জাটকা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন, 'ইলিশ ধরা বন্ধ থাকলেও উৎসব থেমে থাকবে না। বরং আমাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতনতার এই সুযোগটাও বড় উৎসবের অংশ হতে পারে।'

Header Ad
Header Ad

ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় (ইনসটে অভিযুক্ত মুনছুর আলী)। ছবি: সংগৃহীত

ঢাকা এবং উত্তরবঙ্গের ১৬টি জেলার সড়ক যোগাযোগ সহজ ও নিরাপদ করার লক্ষ্যে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন হয়েছে। তবে এক্সপ্রেসওয়ের পলাশবাড়ী উপজেলার একটি জমি নিয়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে পলাশবাড়ী উপজেলার একটি সরকারি জমি দুইবার বিক্রি করা হয়েছে। এর ফলে সরকারের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে।

সড়ক বিভাগ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী জনাব পিয়াস কুমার সেন স্বাক্ষরিত এক প্রত্যয়ন পত্রে বলা হয় যে, অত্র দপ্তরের নথিতে সংরক্ষিত তথ্যমতে এল, এ কেস নং-১/৬৯/১৯৫৭-৫৮ এর আওতায় পলাশবাড়ী উপজেলার অন্তর্গত মৌজা: নুনিয়াগাড়ী, জে .এল নং-৬, সিএস খতিয়ান নং-১৬, সাবেক দাগ নং-৭৯ ও ৮০ (বর্তমান দাগ-৮৩১) হতে যথাক্রমে ০.২৫ একর ও ০.০৭ একর, একত্র ০.৩২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। উক্ত অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ মোফাজ্জল হোসাইন, পিতা-আব্দুল শেখ নামক ব্যক্তি উত্তোলন করেছেন। উক্ত জমি অধিগ্রহণের টাকা মোফাজ্জল হোসেন ফরম নং-১৩ এ, কেস নং- ১/৬৯, ১৯৫৭-৫৮ এর মাধ্যমে উত্তোলন করেছেন।

সরকার কর্তৃক উক্ত জমি অধিগ্রহণ করা হলেও মুনছুর আলী, পিতা- মো: মোফাজ্জল হোসেন অধিগ্রহণকৃত জমি কিছুদিন পরে অবৈধভাবে দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করেন। চলতি এলেংগা-হার্টিকুমরুল-রংপুর ৬ লেন রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হলে মুনছুর তার অবৈধভাবে দখল করা জমিতে নির্মিত বিল্ডিংয়ের ক্ষতিপূরণের পাওয়ার জন্য গাইবান্ধা জেলা প্রশাসনের এল এ শাখার কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে ইতিমধ্যে অবৈধভাবে নির্মিত বিল্ডিংয়ের ক্ষতিপূরণ বাবদ প্রায় ২.৫ কোটির মত টাকা উত্তোলন করেন।

১৯৫৭-৫৮ সালে ৩২ শতক জমি অধিগ্রহণের পরে মুনছুরের আর জমি থাকে মাত্র ৩ শতক। অথচ ইতিমধ্যে তিনি প্রশাসনের লোকজন কে টাকা দিয়ে ম্যানেজ করে ধারা ৮ এর ৩ (ক) নং উপ ধারা, এল এ কেস নং : ১১/২০১৯-২০, জারির নং-৫৯৪৪, তারিখ : ৩১/০৭/২০২৩ ধারা জারি করানোর ব্যবস্থা করেন।

উক্ত ৮ ধারা অনুযায়ী মুনছুর ও তার ২ ভাই মিলে মোট ৩৩.২৫ শতক জমি অধিগ্রহণ করে তার মূল্য বাবদ প্রায় ১৫ কোটি টাকা অর্থাৎ ১৫,৮৪,৪৯৬,৮৯.৩৬ টাকা উত্তোলনের জোড়ালো পাঁয়তারা করেছেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের সিন্ডিকেট এবং কতিপয় অসাধু দালাল চক্র মুনছুর ও তার ভাইদেরকে অবৈধভাবে এই টাকা পাইয়ে দিতে উঠেপড়ে লেগেছে।

সরকারের অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে নির্মিত বিল্ডিং এবং অধিগ্রহণকৃত জমি পুনরায় বিক্রির সুযোগ আছে কিনা এ ব্যাপারে জানতে চাইলে হাইকোর্টের সিনিয়র একজন আইনজীবী জানান, এভাবে এক জমি কুমিরের বাচ্চার মত বারবার বিক্রি করা প্রতারণার শামিল এবং কোনোভাবেই ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নাই। কেউ এভাবে টাকা উত্তোলন করলে অভিযুক্ত ব্যক্তিকে টাকা ফেরত দিতে হবে এবং তাদের জেল জরিমানার ব্যবস্থা করতে হবে। তাছাড়া জেলা প্রশাসনের যেসব ব্যক্তি এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের চাকুরিচ্যুতসহ গুরুদণ্ড প্রদান করতে হবে।

এ ব্যাপারে ঢাকাপ্রকাশকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। আর আমার প্রশাসনের কেউ এ কাজের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা
ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার: প্রেস সচিব
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা (ভিডিও)
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
গাজায় ইসরায়েলের গণহত্যায় ছাত্রদলের নিন্দা ও কর্মসূচি ঘোষণা
দপ্তর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন