ঋণের চাপে দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
ঋণ করে স্বামীকে বিদেশ পাঠান। ধীরে ধীরে সেই ঋণ বিশাল আকার ধারণ করে। নিয়মিত ঋণ পরিশোধে বিভিন্ন এনজিওর চাপ সহ্য করতে না পেরে দুই শিশু সন্তানকে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করছে। নিহতরা হলেন- মা সায়মা বেগম (৩৩), তার কন্যা সন্তান ছাইমুনা (১১) ও পুত্র সন্তান তাওহীদ (৭)। নিহত সায়মার স্বামী সৌদি আরব প্রবাসী।
মরদেহ উদ্ধারের পর সিরাজদিখান থানা পুলিশ ধারণা করছে, প্রথমে দুই সন্তানকে বিষপানে মৃত্যু নিশ্চিত করে মা। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঋণের বোঝা সহ্য করতে না পেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একাধিক এনজিও থেকে আট লাখ টাকার মতো ঋণ করেছিলেন সায়মা বেগম। সুদে আসলে তা বেড়ে ১২ লাখ হয়। ঋণ পরিশোধে চাপ থাকলেও স্বামীর পাঠানো অর্থে কিস্তি দিয়ে কূল পাচ্ছিলেন না ভুক্তভোগী ওই নারী।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ঋণের চাপে দুই শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।