টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৭ জন।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নগরবাড়ি ঋষিপাড়া এলাকায় ভূঞাপুর-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু ঘোষ বলেন, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ইটবোঝাই ট্রাকটি টাঙ্গাইল যাচ্ছিল। ট্রাকটি নগরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এলেঙ্গা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও অটোরিকশার ৯ জন আহত হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।