ফরিদপুরে অ্যাম্বুলেন্সে আগুন লেগে নিহত ৭
ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সে আগুন লেগে ৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ভাঙ্গার মালিগ্রামে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্তের চেষ্টা চলছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।