টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ফাইল ছবি
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব-জামালপুর রেললাইনের মোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) ও তার স্ত্রী সম্পা বেগম (৪০)।
ভূঞাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, দুপুরে আরজু মিয়া ও তার স্ত্রী সম্পা বেগম মোহাইল গ্রামের যুগীরগোপা এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। রেলব্রিজ পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। স্বজনরা খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।