অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে, নদীতে ঝাঁপ দিয়ে চালক নিখোঁজ
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে নিষেধাজ্ঞা অমান্য করে উল্টো পথে পদ্মা সেতুতে উঠে পড়ার পর ব্যাটারিচালিত এক অটোরিকশার চালক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন।
রবিবার (১৮ জুন) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে পদ্মা সেতুর ২২ নম্বর পিলারের মাঝামাঝি থেকে নদীতে ঝাঁপ দেন ওই অটোরিকশা চালক।
এ ঘটনায় সোমবার (১৯ জুন) সকাল থেকে অটোরিকশাচালককে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ১৩ ঘণ্টাতেও খোঁজ মেলেনি তার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ পাড় থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে অটোরিকশাটি পদ্মা সেতুতে উঠে যায়। কিছুক্ষণ পর বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে এলে তারা অটোরিকশাটি থামাতে পেছন থেকে ধাওয়া করে। নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেলে অটোরিকশা ২২ নম্বর পিলারের কাছে রেখে নদীতে ঝাঁপ দেন চালক। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিনি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, মধ্যরাতে পদ্মা সেতুর এক নিরাপত্তাকর্মী আমাদের কল করে বিষয়টি জানান। পরে আমরা ঘটনাস্থলে যাই। সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে। নিখোঁজ চালকের পরিচয় জানার চেষ্টা চলছে।