সাভারে ইয়াবাসহ উপজাতি যুবক আটক
সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ সোহেল জোতি চাকমা (৪০) নামের এক উপজাতি যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে বুধবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সোহেল জোতি চাকমা (৪০) খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার নুনছড়ি ভিপি পাড়া এলাকার চন্দাক লাল চাকমার ছেলে। সে আশুলিয়ার সেনওয়ালীয়া আমবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করত বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিয়ান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় হেফাজত থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে আশুলিয়ার আমবাগানসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটক আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআইএইচ