বিনা নোটিশে অর্থমন্ত্রীর মেয়ের কারখানা বন্ধ, শ্রমিকদের সমাবেশ
সাভারের আশুলিয়ায় বেআইনিভাবে বন্ধ কারখানা চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সমাবেশ ও প্রতীকী অনশন করেছে ভুক্তভোগী শ্রমিকরা। মঙ্গলবার (১৬ মে) আশুলিয়ার শ্রীপুর থেকে মিছিল নিয়ে এসে আশুলিয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন শ্রমিকরা। পরে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনশন পালন করেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিকদের কোনো প্রকার নোটিশ প্রদান না করে সোমবার (১৫ মে) থেকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন কারখানা এল কে কটন এন্ড স্পিনিং মিলস লিমিটেড বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। তাছাড়া কারখানায় কর্মরত ২৬৫ জন শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। তাই বন্ধ কারখানা চালু ও শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, আশুলিয়ার বলিভদ্র বাজারে অবস্থিত অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন কারখানা ‘এল কে কটন এন্ড স্পিনিং মিলস লিঃ’ কোনো প্রকার নোটিশ প্রদান না করে গতকাল সোমবার (১৫ মে) বন্ধ করে দেয়। শ্রমিকরা প্রতিদিনের ন্যায় গতকাল কারখানায় কাজে যোগদান করতে গেলে কারখানা তালাবদ্ধ দেখতে পায়। সেখানে কারখানা বন্ধের কোনো নোটিশও ছিল না।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, বিগত ১ মাস যাবত কারখানার ম্যানেজমেন্ট কারখানা বন্ধ করে দেওয়ার কথা মৌখিকভাবে শ্রমিকদের জানিয়েছেন। কিন্তু শ্রমিকরা মালিকের লিখিত নোটিশ দেখতে চাইলে তারা তা দেয় নাই। তাই ইতিপূর্বে বিষয়টি লিখিতভাবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক এবং শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানান তারা। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ মালিক বেআইনিভাবে কারখানা বন্ধের সাহস পেয়েছে। তাছাড়া এই কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি এখনও বাস্তবায়ন করা হয় নাই। শ্রমিকদের এখনও ৪/৫ হাজার টাকা করে বেতন দেওয়া হয়, যা সরকার ঘোষিত মজুরি ৮ হাজার টাকার কম। এভাবে বেআইনি ভাবে কারখানা চালিয়ে আজ তা বন্ধ করাও হয়েছে বেআইনি ভাবে। তাই অবিলম্বে বেআইনি ভাবে বন্ধ কারখানা চালু, শ্রমিকদের বকেয়া আইনানুগ পাওনা পরিশোধ ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবি জানান তারা।
উক্ত কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, বাসদ সাভার উপজেলা আহবায়ক আবু বকর সিদ্দিক লাভলু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সংগঠক আলাল মোল্লা আওয়াল, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সারোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন প্রমুখ।
এসআইএইচ