নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে নিয়ন শেখ (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে। নিহত শ্রমিকরা হলেন- শঙ্কর (৪০), মো. ইলিয়াস আলী (৩৫), আলমগীর (৩৩) ও নিয়ন (২০)।
শুক্রবার (৫ মে) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিয়নের মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, নিয়নের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গিয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও তিনজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫)।
বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন দগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় শঙ্কর (৪০) নামে একজনের। ওইদিন রাত ১১টার দিকে মৃত্যু হয় ইলিয়াস আলীর (৩৫)ও গভীর রাতে মারা যান আলমগীর হোসেন (৩৩)।
কারখানাটির সুপারভাইজার হারুন উর রশিদ জানান, তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, দগ্ধ অপর ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক। এদের মধ্যে জুয়েলের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে, রাব্বির ৯৫, ইব্রাহিমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।
এএইচ/এসজি
