‘মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক বাংলাদেশের পরিচায়ক’
বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩০ কে বরণ করে নিয়েছে কিশোরগঞ্জবাসী। নতুন বছরকে স্বাগত জানিয়ে জেলায় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলার পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌসের সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির কাছে এক আনন্দময় অনুভূতি। যারা দেশের ঐক্য, সংহতি নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে সবার সোচ্চার হতে হবে। এ মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার পরিচায়ক। এতে প্রকাশ পায় বাঙালির সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ আফজল, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহম্মদ সাদী, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং পরে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসজি