বহিষ্কৃত ছাত্রের দায়ের কোপে আহত প্রধান শিক্ষক
মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্কুলের বহিষ্কৃত ছাত্র রাজু আহম্মেদ (১৯) ও তার বাবা শহিদুল্লার বিরুদ্ধে।
রবিবার (৯ এপ্রিল) বিকালে বালিরটেক বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর অবস্থায় মো. মিজানুর রহমানকে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যান। সেখান কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
হামলার শিকার প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের স্বজন ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, উশৃঙ্খল আচরণ ও মেয়েদের উত্ত্যক্তসহ নানা অভিযোগে দশম শ্রেণির ছাত্র রাজু আহমেদকে দুই বছর আগে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী বহিষ্কার করা হয়। সেই সময় থেকে ওই ছাত্র প্রধান শিক্ষকের উপর ক্ষুব্ধ ছিল। সেই ক্রোধ থেকেই আজ দা দিয়ে শিক্ষক মিজানুর রহমানকে কুপিয়ে আহত করে রাজু।
তারা আরও জানান, হামলার সময় রাজুর বাবা শহিদুল্লা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের কর্ত্যবরত ডা. আরিফুর রহমান বলেন, মো. মিজানুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন বলেন, আহত মিজানুর রহমানের সঙ্গে হাসপাতালে তার কথা হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত করছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এসজি