বিএনপির কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের হামলা
মাদারীপুরের ডাসারে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ডাসার উপজেলার কাঁঠালতলা বাজারে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে হামলার ঘটনায় বিএনপির ১জন কেন্দ্রীয় নেতাসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে ডাসার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার (৪৫), ডাসার যুবদল নেতা নুরু তালুকদার (৪৩), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫) কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল বেপারী (৪০)।
হামলায় আহত বিএনপি ও ছাত্রদলের ১০ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, কালকিনি উপজেলা বিএনপির আহবায়ক ফজলু বেপারী (৬০), ছাত্রদল নেতা শামীম মোল্লা (৩০), তরিকুল ইসলাম (২৮), রাসেল মাতুবর (৩০), রাজ্জাক সরদার (৫০), বনি আমিন (২৫), বায়োজিদ সরদার (৩২), সারাফাত ব্যাপারী (২৫), দুলাল বিশ্বাস (৩৫), মামুন শিকদার (৩৭)।
এ ছাড়াও হামলায় ছাত্রলীগ তিনজন ও স্বেছাসবক লীগের একজন ছাত্রলীগের ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ডাসার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফ আশিক (২৫) ও অর্থ সম্পাদক কাজল আহমদ (২৩), যুগ্ম সাধারণ সম্পাদক মুমতাজুল কবীর (২৬) ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মিল্টন ঢালী (৩৫)। এদিকে শনিবার সন্ধ্যায় গুরুতর অবস্থায় ছাত্রলীগ নেতা আশিক ও কাজলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাদারীপুরে ডাসারে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের নেতৃত্বে অবস্থান কর্মসূচিকে ঘিরে মিছিল নিয়ে দলটির নেতা-কর্মীরা উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
এসময় উপজেলার কয়েকজন ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা তাদের কর্মসূচিতে বাধা দেয়। এসময় তাদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ লাঠিপেটা ও ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ডাসারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার অভিযোগ করে বলেন, পূর্ব ঘোষিত আমাদের অবস্থান কর্মসূচি যথা সময় শুরু করি। নেতাকর্মীরা সবাই আলোচনা শুরু করে। তখনই আওয়ামী লীগের নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের অনুষ্ঠানে হামলা চালায়। পরে আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ শুরু করে। পুলিশ আমাদের রক্ষা না করে তাদের উপস্থিতিতে ছাত্রলীগের ছেলেরা অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আবার আমাদের কেন্দ্রীয় এক নেতাসহ চার জনকে ধরে নিয়ে যায়। পুলিশ এককভাবে আমাদের নেতাকর্মীদের আটক করতে পারে না। আমরা এ হামলা ও আটকের তীব্র নিদা ও প্রতিবাদ জানাই।
অভিযোগের বিষয়ে ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, বিএনপি অন্য জেলা থেকে লোক ভাড়া করে এনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিচ্ছিল। আমাদের ছাত্রলীগের ছেলেরা তাদের নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়। আমরা আওয়ামী এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মুমতাহিনা মৌরি বলেন, আহত অবস্থায় চার জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানতে চাইলে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, আমরা বিএনপির এক কেন্দ্রীয় নেতাসহ চার জনকে আটক করেছি। আটককৃতদের নেতৃত্বে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগের দুজন কর্মীর ওপর হামলা করেছে। ছাত্রলীগের দুজন হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এএজেড