মেয়াদোত্তীর্ণ খাবার ও বাসি ইফতার বিক্রির দায়ে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ খাবার ও বাসি ইফতারসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি ও খাবার হোটেলগুলোতে মূল্যতালিকা না থাকায় ৪ হোটেলমালিক এবং ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়।
রবিবার (২ এপ্রিল) উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার পাথাইলকান্দি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলমের নেতৃত্বে তদারকিমূলক এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে মেসার্স বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা, মেসার্স মৌচাক মিষ্টিঘরকে ২ হাজার টাকা, মূল্যতালিকা না থাকায় মেসার্স ভাই ভাই ব্রয়লারকে ৩ হাজার ও মেসার্স রুবেল পোল্ট্রি হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম জানান, রমজান মাস উপলক্ষে হাট-বাজারগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজারেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্রিজে রেখে বাসি ইফতার, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করা ও মূল্যতালিকা প্রদর্শন না থাকায় ৪ হোটেল ও ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভোক্তা অধিকারবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এ ছাড়া ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ডমাইকে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ভোক্তা অধিকারের এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
এসজি
