সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কিশোরগঞ্জে সহজলভ্য মাদক গাঁজা: পুলিশ সুপার

মাদকের ভয়াল থাবায় প্রতিনিয়ত ধংসের পথে এগোচ্ছে যুব সমাজ। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছেন এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক নিমূর্লে একসঙ্গে কাজ করছে। কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে নিয়মিত আইনগত অভিযান তৎপরতা চালানো হচ্ছে। কিশোর গ্যাং, ছিনতাই, চুরি রোধে জেলা পুলিশের তৎপরতার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রতিনিয়ত নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ নজরদারির কারণে ইদানিং মাদক কারবারিরা অনেকটা কোনঠাসা হয়ে পড়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় মাদকের মামলা হয়েছে ৭৯২ টি এবং মাদক মামলার আসামী গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১০১ জন। এর মধ্যে গাঁজা উদ্ধার করা হয়েছে ১ হাজার ৮৪৪ কেজি, ইয়াবা ৭০ হাজার ৬৭৫ পিস, ফেন্সিডিল ৩৩০ বোতল, হুইস্কি ২৮৪ বোতল, বিদেশি মদ ৪৯৯ বোতল, স্কাফ ১৯ বোতল, চোলাই মদ ১ হাজার ৫৫২ লিটার, মদ তৈরীর কাঁচামাল কোয়াস ১৪২লিটার, নেশাজাতীয় ৪ টি ইনজেকশন ও ৩০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের মূল্য আনুমানিক প্রায় ৬ কোটি ১০ লক্ষ ৮৭ হাজার ৩০০ টাকা।

একদিকে মাদক পাচারকারী অন্যদিকে বহনকারী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দিনরাত চলছে অভিযান। এতে করে কমে আসছে মাদকের সহজলভ্যতা আর জনমনে ফিরছে অনেকটাই স্বস্তি। পুলিশের নিয়মিত টহলের কারণে মাদকসেবিদের এখন চোখে পড়ে না। তবে মাদকের ব্যবহার একবারে কমে না গেলেও সন্ধ্যার পর কিশোরগঞ্জ জেলা পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। নরসুন্দার লেক পাড়, শহরের অলি গলি, মাঠে ময়দানে মাদক সেবকদের আখড়া ছিল। এসব স্থানে কমে যাচ্ছে মাদককারবারী ও বাইরে থেকে আসা মাদক সেবীদের আনাগোনা। কোণঠাসা হয়ে পড়েছে বেশিরভাগ এলাকার স্থানীয় মাদক পাচারকারী ও ব্যবসায়ীরা।

জানা গেছে, এই জেলায় প্রতিদিন ভৈরব, কটিয়াদি ও সদর থানায় সবচেয়ে বেশি মাদক উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ তৎপর থেকে নিয়মিত অভিযান তৎপরতা চালিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়ীয়া হয়ে গাঁজা নামক মাদকসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় বড় চোরাচালান কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় চলে যায়।

মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে নিয়মিত জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক বিট পুলিশিং সভা হচ্ছে। জনসচেতনতা বাড়াতে সকল উপজেলায় পর্যায়ক্রমে পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে অবস্থান নিয়েছে। সচেতনতা বৃদ্ধির সঙ্গে মাদকের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে এর ভয়াবহতা সমাজকে ধংসের পথে নিয়ে যাবে বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, বিগত ছয় মাসের অভিজ্ঞতায় মাদক সম্পর্কে আমি বলতে চাই ১৩ উপজেলার মধ্যে ভৈরব, কটিয়াদি ও সদর উপজেলায় মাদকের বিস্তার বেশি এবং অন্যান্য উপজেলাতেও একেবারে মাদক নেই তা বলা যাবে না তবে মাদকের প্রাদুর্ভাব কিছুটা কমবেশি রয়েছে। এইখানে সবচেয়ে বেশি পরিমাণ মাদক পাওয়া যায় মূলত গাঁজা। গাঁজা কম টাকায় পাওয়া যায় বিধায় মাদকসেবিদের কাছে এই মাদকের কদর বেশি।

কিশোরগঞ্জ সরাসরি সীমান্তের সঙ্গে সংযুক্ত জেলা নয় কিন্তু সীমান্তের অনেক জেলার সঙ্গে কিশোরগঞ্জ জেলার সংযোগ রয়েছে। এই জেলাকে মাদক চালানের ট্রানজিট রুট হিসেবে মাদক কারবারিরা ব্যবহার করে। মাদক পাচার হয় স্থলপথে ও নৌপথে। মাদক কারবারিরা যেসকল তথ্য আমাদের দেয় সেই অনুযায়ী বলা যায় কিশোরগঞ্জে নৌপথে সবচেয়ে বেশি মাদক আসে।

জেলা পুলিশের পাশাপাশি নৌ-পুলিশ,র‍্যাপিড একশান ব্যাটালিয়ান (র‍্যাব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সম্মিলিত ভাবে মাদক চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরগঞ্জ জেলায় প্রতি মাসে গড়ে ২৫০ টি মামলা হয় এর মধ্যে ৫০ শতাংশ মামলা হয় মাদকের। ১৩৩টি বিটে পুরো জেলাকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা বিটে অপরাধ নিবারণমূলক নানামুখী কার্যক্রম চলছে। মাদক নিয়ন্ত্রণ একটা চলমান প্রক্রিয়া। মাদক নিয়ন্ত্রণ ও মাদকের বিস্তার কমিয়ে আনার জন্য মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এএজেড

Header Ad
Header Ad

বিয়ের আশ্বাসে স্বামীর ১১ লাখ টাকা নিয়ে ঘর ছাড়লেন নারী, প্রেমিকের ফাঁদে পড়ে দলবেঁধে ধর্ষণের শিকার

ছবি : ঢাকাপ্রকাশ

রংপুরের কাউনিয়া উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী নারী দিনাজপুর জেলার বাসিন্দা।

পারিবারিক কলহে স্বামীর সঙ্গে তার যোগাযোগ বন্ধ ছিল। সেই সুযোগে ফেসবুকে পরিচয় হয় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর শামীম হোসেন নামে এক যুবকের সঙ্গে। নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে শামীম তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দেন।

প্রেমের এই প্রলোভনে পড়ে গত ৫ মার্চ বিকেলে ১৫ মাসের শিশু সন্তান ও স্বামীর গচ্ছিত ১১ লাখ টাকা নিয়ে ঘর ছাড়েন গৃহবধূ। শামীমের কথায় তিনি কাউনিয়ার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি এলাকায় পৌঁছান। সেখানে এক অজ্ঞাত যুবক তাকে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। রাত গভীর হলে সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করা হয় এবং তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ১৭ এপ্রিল হারাগাছ থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে শামীম ও আজম আলীকে এবং ১৯ এপ্রিল ধুমেরকুঠি থেকে সিয়াব বাবুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, ঘটনার পরদিন তার স্ত্রী একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে বিস্তারিত জানান। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে স্ত্রী ও সন্তানকে উদ্ধার করেন। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং মামলার তদন্তে আরও অগ্রগতি হচ্ছে।

Header Ad
Header Ad

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা বা গ্ল্যামার নিয়ে নয়, বরং ব্যক্তিগত জীবনের একটি রহস্যজনক ইঙ্গিত নিয়েই সরব নেটিজেনরা। ৪৯ বছর বয়সেও তার স্টাইল ও সৌন্দর্যে মোহিত ভক্তরা, কিন্তু সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়ে পোস্ট করা একটি ছবিতে তাকে ঘিরে শুরু হয়েছে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

সবুজ মনোকিনিতে একটি ম্যাঙ্গো আইসক্রিম হাতে, খোলা চুল, চোখে সানগ্লাস আর মাথায় স্টাইলিশ টুপি পরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন আমিশা। সাধারণত এমন ছবিতে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। তবে এবার নজর কাড়ে তার পেট। নেটিজেনদের একাংশ মনে করছেন, ছবিতে ‘বেবি বাম্প’ স্পষ্ট। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে— “তিনি কি অন্তঃসত্ত্বা?” কেউ লিখেছেন, “বিয়ের আগেই বেবি?” আবার কেউ লিখেছেন, “হে ভগবান, এটা কি সত্যি?”

 

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

এ নিয়ে এখনও মুখ খোলেননি আমিশা। তবে এর আগে ১৯ বছরের ছোট নির্বাণ বিড়লার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। একটি ছবি ঘিরে তখনো নেটদুনিয়ায় বেশ আলোচনা হয়েছিল, যেখানে নির্বাণকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন আমিশা, আর নির্বাণও তেমনি প্রতিক্রিয়া দিয়েছিলেন।

বর্তমানে আমিশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটি নিছক গুজব, আলো ছড়ানো একটি ছবি, না কি সত্যিই জীবনের নতুন অধ্যায়—তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে অভিনেত্রী ভালোই জানেন কীভাবে দর্শকদের কৌতূহলী করে তুলতে হয়।

Header Ad
Header Ad

পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন। কাঁদছে স্বজন ও গ্রামের মানুষ।

তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। ভিডিও ফুটেজ দেখে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসির। রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারভেজের লাশ।

সন্তান হারানো শোকে আজোড়ে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভীন আক্তার। বাবা জসিম উদ্দিন যেন শোকে পাথর। এলাকার প্রিয়মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ।

মৃত্যুর আগের রাতে মায়ের সাথে শেষ কথা হয় পারভেজের। শেষবারের মতো ভিডিও কলে দেখেন ছেলের মুখ।

ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন বাড়ি এসেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন সাবেক ছাত্রদল নেতা বাবা জসিম উদ্দিন।

মা পারভীন আক্তার বলেন, 'যারা আমার ছেলেরে মারছে তাদের আমার সামনে আনো। আমি জিগাইতাম কেরে আমার ছেলের মারছে।'

বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার আর বাইচ্চা থাইক্যা কি অইবো। আমার ছেলেই তো নাই। হাত-পা ভাইঙ্গা রাখতো, সারাজীবন পালতাম, খালি বাবা ডাকটা শুনতাম। যারা আমার ছেলে মারছে তাদের প্রকাশ্যে ফাঁসি চাই।'

বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ। কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছে লাশ হয়ে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ আসে গ্রামের বাড়ি ভালুকার বিরুনীয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে। লাশ আসার পর সৃষ্টি হয় হৃদয় বিধারক পরিবেশ। পাগল প্রায় মা-বাবা-বোনের আহাজারিতে কান্নার রোল পড়ে।

পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করেছেন এলাকার মানুষ। এলাকায় স্বজন, ও ভালো ছেলে হিসেবে পরিচিত পারভেজ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানান স্বজন ও এলাকার মানুষেরা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ভিডিও ফুটেজে চিহ্নিত পারভেজের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান স্থানীয়রা।

পারভেজের পিতার ঘনিষ্ঠ বন্ধু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, পারভেজের বাবা বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। পারভেজ এলাকায় আসলে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি ও মিছিলে সবসময় অগ্রভাগে থাকতো।

এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার বিকেলে ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্থানীয়রা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। এ ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত আসামি করে বনানি থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ের আশ্বাসে স্বামীর ১১ লাখ টাকা নিয়ে ঘর ছাড়লেন নারী, প্রেমিকের ফাঁদে পড়ে দলবেঁধে ধর্ষণের শিকার
বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা