মাদারীপুরে বাস দুর্ঘটনা: নিহত বেড়ে ২১

মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুরের পাঁচচর এলাকায় যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঢাকাপ্রকাশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢামেকে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, সকালে ইমাদ পরিবহনের একটি বাস খুলনা থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের ঠিকানা শনাক্ত করা যায়নি। আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ও আহতদের মধ্য চার জনের ঠিকানা শনাক্ত করা গেছে। এরা হলেন- খুলনা সদরের জুমা আক্তার (৩২), সিদ্দিকুরের ছেলে ফয়সাল (৩১), বাগেরহাটের মোল্লার হাটের শাহীনের স্ত্রী আনোয়ার বেগম (২৫) ও তার শিশু সন্তান সাজ্জাদ হোসেন (০৭)।
স্থানীয় উদ্ধারকর্মীরা বলছেন, বাসটি ভরা যাত্রী ছিল। সড়ক থেকে বাসটি পড়ার সময় ডিগবাজি খায়। এ কারণে এত প্রাণহানি।
এদিকে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন>>>
মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৬
আরএ/
