‘এখন নিজের একটা রিকশা হলো’
কিশোরগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বীকরণ প্রকল্প ২০২৩-এর আওতায় দরিদ্র রিকশাচালকদের মাঝে রিকশা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১২ মার্চ) জেলা শহরের তারাপাশা মাদ্রাসা মাঠে জেলার ১০টি উপজেলার ৬০ জন দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে রিকশা বিতরণ করা হয়।
জানা গেছে, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, সদর উপজেলা, পাকুন্দিয়া, হোসেনপুর, করিমগঞ্জ, নিকলি, তাড়াইল, কটিয়াদী উপজেলার দরিদ্র রিকশাচালকদের বাছাই করে তারপর এসব রিকশা দেওয়া হয়েছে। যারা অস্বচ্ছল ও দরিদ্রতায় জীবনের শেষ সময়েও মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন তাদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয় কাজ বলে জানিয়েছেন স্থানীয়রা। রিকশা বিতরণের সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
রিকশা নিতে আসা শামীম মিয়া বলেন, অনেক কষ্ট করে ভাড়ায় রিকশা চালাতাম, দিন এনে দিন খেতাম। এখন নিজের একটি রিকশা হলো।
রিকশা নিতে আসা বেলাল বলেন, একটা রিকশা পেয়ে আমার মনে হইতাছে আমি এখন সুখী মানুষ। ভাড়ায় রিকশা চালিয়ে অর্ধেক টাকা মালিককে দিতে হতো। এখন আর কারও কাছে টাকা জমা দিতে হবে না।
পর্যায়ক্রমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বছর দেশের ২ হাজার রিকশাচালককে রিকশা দেওয়ার উদ্যোগ রয়েছে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকে নিরন্তর নানা কর্মসূচি পালন করে আসছে।
এসজি