'নতুন প্রজন্ম সাম্প্রদায়িকতা নিয়ে ভাবে না'
সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক ও নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মুক্তিযুদ্ধে পাকিস্তান রাষ্ট্র ছিল সাম্প্রদায়িক আর সমাজ ছিল অসাম্প্রদায়িক। এখন রাষ্ট্র অসাম্প্রদায়িক তবে সমাজটা বোধহয় সাম্প্রদায়িক হয়ে গেছে। তবে নতুন প্রজন্ম সাম্প্রদায়িকতা নিয়ে ভাবে না।
প্রত্যেকটা জাতীয় সংকটের সময় তারা মুক্তিযোদ্ধা প্রজন্মের পাশে এসে দাঁড়ায়। এটি শুধু আমার কথার কথা নয় এটি আমি হাজার বার প্রমাণ করে দিয়ে দেখাতে পারব। নতুন প্রজন্ম দেখে না কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান। তাহলে আমাদের ভয় পাওয়ার কী আছে বলুন? আমাদের ভয় পাওয়ার কিছু নাই।'
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীতে সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মান্ধ সাম্প্রদায়িকতাকে রুখে দিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, উক্যবদ্ধ না হলে আমাদের পরাজয় হবে। বাঙালি একটা জায়গায় দুর্বল। আমরা নিজেদের ঐক্যের গুরুত্ব বুঝতে পারিনা। আমরা পরশ্রীকাতর হয়ে যাই।
আমরা পেছন থেকে ছুরি মারার একটা চেষ্টা করি। আমরা অন্যকে টেনে নিচে নামাতে চাই। এইযে কুসংস্কৃতি এখান থেকে আমাদের বেরোতে হবে। ১৯৭১ সালের এদেশের মানুষ এই কুসংস্কার থেকে যেভাবে বেরিয়ে আসতে পেরেছিল আগামী দিনেও যারা নতুন প্রজন্ম আছে তারাও আমার এই বিশ্বাস এই কুসংস্কার থেকে বেরিয়ে আসবে। অন্যায় কখনো জিততে পারে না, সব সময় পরাজিত হয়।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, ধর্ম নিরপেক্ষ, সাম্যোর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জে 'বাংলা ও বাঙালির শাশ্বত সম্প্রীতি' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুর রউফের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, উপাধ্যক্ষ বদর উদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ উর্মিলা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এএজেড