৬ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাচ্চু মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার উত্তর ভূনা গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি এম এম সবুজ রানা।
তিনি জানান, ২০১৭ সালের ২৬ জুন কটিয়াদী উপজেলার উত্তর ভূনা গ্রামে পূর্ব শত্রুতার জেরে বাচ্চু মিয়া ও তার সহযোগীরা দুলাল মিয়ার (৪০) বাড়িতে ঢুকে তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই ১০ জনকে আসামি করে মামলা করে দুলাল মিয়ার পরিবার।
তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ঘটনার পর থেকে মামলার অন্য আসামিরা আদালতে উপস্থিত থাকলেও বাচ্চু মিয়া পলাতক ছিলেন। নিজের নাম গোপন করে দিনমজুর ও শ্রমিকের পেশায় নিয়োজিত ছিলেন তিনি। তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে ৬ বছর পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানায়, আসামিকে কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, আসামিকে আজ বিকালে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আসামির শাস্তি কার্যকর হবে।
এসজি