সেনা কর্মকর্তা পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, ভুয়া মেজর আটক
সাভারের আশুলিয়ায় এক মোটরসাইকেল আরোহীরকে গতিরোধ করে তার মোটরসাইকেলসহ মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে জুবায়ের চৌধুরী (৪০) নামে এক সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারীকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় কৌশলে অজ্ঞাত ২/৩ ছিনতাইকারী পালিয়ে যায়। পরে র্যাব- ৪, সিপিসি-২ এর টহল টিমকে খবর দিলে তারা এসে ওই ভুয়া মেজরকে নিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত কালো রঙের একটি প্রাইভেটকার ও দুইটি লাঠি জব্দ করা হয়।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ওই ভুয়া মেজরকে আদালতে পাঠানো হয়েছে বলে ঢাকাপ্রকাশ-কে নিশ্চিত করেন আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মালেকা বানু। এর আগে শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জুবায়ের চৌধুরী (৪০) ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর ফকিরডাঙ্গী এলাকার মৃত কাদের চৌধুরীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে রোকনুল ইসলাম রোকন (২১) নামের এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল। এ সময় মোটরসাইকেল আরোহীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ২/৩ জন ছিনতাইকারী রোকনের মানিব্যাগে থাকা টাকা-পয়সা, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা জুবায়ের চৌধুরী নামের এক ছিনতাইকারীকে আটক করে। স্থানীয়রা তাকে আটক করলে সে নিজেকে সেনাবাহিনীর মেজর এবং ডিজিএফআইয়ের কর্মকর্তা বলে পরিচয় দেয়। এ সময় তার কথাবার্তায় লোকজনের সন্দেহ হলে তারা র্যাব-৪, সিপিসি-২’র টহল টিমকে বিষয়টি জানায়। পরে র্যাবের টহল টিম তাকে আটক করে এবং তাদের ব্যবহৃত কালো রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৪-৫০২২) ও দুইটি লাঠি জব্দ করে। পরে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়।
থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মালেকা বানু বলেন, আজ সকালে তাকে থানায় হস্তান্তর করেছে র্যাব-৪ ৷ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসআইএইচ