কুলিয়ারচরে ছয়সূতীতে হাই স্কুল এন্ড কলেজ উদ্বোধন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাই স্কুলকে কলেজে উন্নীত করায় ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
শনিবার (১১ফেব্রুয়ারী) দুপুরে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে কলেজের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধনের পর প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এ সময় ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক, মেধাবী শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রধান করা হয়। এছাড়া অতিথিবৃন্দদের ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রতিষ্ঠানের কো-অপ্ট সদস্য ও পুলিশের ইন্সপেক্টর মো. আলমগীর গাজী। অনুষ্ঠানের শেষের দিকে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তুলেন জনপ্রিয় শিল্পী মনির খান, লিজা আফরোজ, প্রিয়তোষ সরকার, অনিত খান ও ফয়সল আলমসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
এএজেড