বকেয়া না দিলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা
বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে ঢাকা ই.পি.জেড এর অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস (প্রাঃ) লিমিটেডের চাকুরীহারা শ্রমিকরা। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেল পাঁচটায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ ঘোষণা দেন।
এসময় চাকুরীহারা শ্রমিকরা বলেন, ঢাকা ই.পি.জেড এর অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস (প্রাঃ) লিঃ হংকং মালিকানাধীন একটি গার্মেন্টস কারখানা। ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠানটি ঢাকা ই.পি.জেড এ যাত্রা শুরু করে। এখানে কাজ করতো প্রায় ১৪০০ শ্রমিক। হঠাৎ করে ২০০৮ সালের জুলাই মাসে মালিকপক্ষ, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা এবং কোন রকম ক্ষতিপূরন পরিশোধ না করে হংকং চলে গেছে।
পরে বেপজা এবং ডি.ই.পি.জেড কর্তৃপক্ষ কারখানাটির দায়িত্ব বুঝে নেয়। তারা শ্রমিকদের আশ্বস্ত করে যে, কারখান এবং কারখানার মালামাল বিক্রি করে তারা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা এবং ক্ষতিপূরন পরিশোধ করবে। কিন্তু বেপজা এবং ডি.ই.পি.জেড কর্তৃপক্ষ কারখানা এবং কারখানার সকল মালামাল বিক্রি করেছে। তবুও ১৪০০ শ্রমিকের প্রাপ্য ১৪ কোটির অধিক টাকা আজও পরিশোধ করা হয়নি।
মানববন্ধনে অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস (প্রাঃ) লিমিটেডের চাকুরীহারা ১৪০০ শ্রমিকের পাওনা ১৪ কোটি টাকা অবিলম্বে পরিশোধের জন্য বেপজা এবং ডি.ই.পি.জেড কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। ১৪০০ শ্রমিকের পাওনাধি পরিশোধ না করলে বেপজা, ডি.ই.পি.জেড এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান এবং ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তারা।
এএজেড