সাভারের ট্যানারি শ্রমিক ছাটাইয়ের ঘটনায় বিক্ষোভ
সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে অবস্থিত বে ট্যানারিজ (ইউনিট-২) লিমিটেড এর দৈনিক মজুরি ভিত্তিক ৬০ জন শ্রমিককে কোন প্রকার নোটিশ ছাড়াই ছাটাইয়ের ঘটনার প্রতিবাদে কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কারখানাটির প্রায় ৮০ জন শ্রমিক। সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, এর আগে রবিবার বিকালে কাজ শেষে (৫ ফেব্রুয়ারি) কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ কারখানাটির ফিনিশিং ও প্যাকিং সেকশন বাদে বাকী অন্যান্য সেকশনের ৬০ জন শ্রমিককে ছাটাইয়ের ঘোষণা দেয়। পরে আজ সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকরা ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবীতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
মো. জাহাঙ্গীর নামে কারখানাটির এক শ্রমিক বলেন, সামনে ঈদ, এসময় আমাদের শ্রমিকদের ছাটাই করা হলে আমরা পরিবার পরিজন নিয়ে মারাত্মক বিপদে পড়বো। আমরা চাই কর্তৃপক্ষ সকল ছাটাইকৃত শ্রমিককে পূনর্বহাল করুক।
যদিও শ্রমিকদের এসব অভিযোগ অস্বীকার করে বে ট্যানারিজ (ইউনিট-২) লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (এইচআর ও এডমিন) কাজী শাহজাহান বলেন, এলডাব্লিউজি না থাকায় কোন ট্যানারিই বিদেশি ক্রেতা পাচ্ছে না। তাছাড়া শিল্প নগরীর কেন্দ্রীয় ইফ্লুয়েন্ট ট্রীটমেন্ট প্লান্টও অকার্যকর (সিইটিপি), এই পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ফিনিশিং ও প্যাকিং সেকশন বাদে বাকি সেকশনগুলোর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টি আরও দুই মাস আগেই শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করার পর আজ থেকে তাদের কারখানায় আসতে না করা হয়েছে।
জানতে চাইলে সাভারের চামড়া শিল্প নগরী বিসিকের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজোয়ান বলেন, বে কর্তৃপক্ষ আমাদের অফিসিয়ালি এখনো কিছু জানায়নি, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) পরিতোষ চন্দ্র বলেন, বে কর্তৃপক্ষ তাদের কারখানায় কাজ নেই জানিয়ে কারখানার দৈনিক মজুরি ভিত্তিক প্রায় ৬০ জন শ্রমিককে ছাটাই করে, এর প্রতিবাদে আজ সকাল থেকে কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করছে, তবে অপ্রীতিকর কোন ঘটনা এখনো ঘটেনি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এএজেড