ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের সুযোগ নিয়ে সিলেটে বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানোর অভিযোগে ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আটককৃতদের ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্টের সূত্র ধরেই চিহ্নিত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবারের বিক্ষোভের সুযোগে একদল দুষ্কৃতিকারী বাটা শোরুমসহ বিভিন্ন দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে লুট করা জুতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। সেই সূত্র ধরেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং লুটের মাল উদ্ধার করে।
আটককৃতরা হলেন- মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)। এদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি জিয়াউল হক।
উল্লেখ্য, সোমবার সারাদেশের মতো সিলেটেও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির সুযোগে সিলেট মহানগরের দরগাহ গেট, চৌহাট্টা, মিরবক্সটুলা ও জিন্দাবাজার এলাকায় বাটার শোরুম, কেএফসি, ডোমিনো’স পিজ্জাসহ একাধিক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়।
ঘটনার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।