এলাকা ছাড়া করতে ছাত্রলীগ নেত্রীর উপর হামলা!

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সেই (সাবেক) ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে এলাকা ছাড়া করার জন্যই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাবলী আক্তার।
সোমবার (৯ জানুয়ারি) রাতে বাবলী আক্তার নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগটি দায়ের করেন। এর আগে রবিবার (৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সাভার পৌর সভার নয়াবাড়ি মহল্লার সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বাবলী আক্তার সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাসিন্দা বাদশা মিয়ার মেয়ে। সে সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
অভিযুক্তরা হলেন- সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার মো: রাব্বানী (৩৫) ও আব্দুল হালিমের ছেলে মো. পাশা (৩২)। এছাড়াও আরও ২/৩ জন অজ্ঞাত ব্যাক্তি জড়িত রয়েছে বলেও অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবলি আক্তার তার নিজ কক্ষে ঘুমানোর প্রস্তুতি নেয়। গভীর রাতে রাব্বানী, পাশাসহ অজ্ঞত আরও ৩/৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে তার রুমের দরজা ঠক ঠক করে। বাবলি আক্তার দরজা খুলার পরে কিছু বুঝে ওঠার আগেই রাব্বানী তার হাতে থাকা স্টিলের লাইট দিয়ে বাবলীর মাথা লক্ষ্য করে আঘাত করে। বাবলি আক্তার বাম হাতে তা ঠেকানোর চেষ্টা করলে তার হাতের কনুইয়ের নিচে মারাত্মক জখম হয়।
এ সময় তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও জোরপূর্বক টানা হেচড়া করে শ্রীলতাহানির চেষ্টা করে। এ সময় বাবলি আক্তার চিৎকার চেঁচামেচি করলে তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ সময় বাবলির গলায় থাকা আট আনা ওজনের ৪০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন এবং ৮ হাজার টাকা মূল্যের ডায়মন্ডের নাকফুল নিয়ে যায়। পরে আহত বাবলি আক্তারকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বাবলী আক্তার বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে পুলিশের কাছে ভুল তথ্য দিয়ে সেই মামলার সাক্ষী হয় আমার উপর নির্যাতনে নেতৃত্ব দেওয়া অভিযুক্ত রাব্বানীর স্ত্রী। এমনকি আদালত হতে জামিনে আসার পরেও এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন স্থানীয় মাতব্বর রাব্বানী ও তার সহযোগীরা।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ জানান, অভিযোগ তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ভুক্তভোগী বাবলী আক্তার লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে তদন্ত পূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ধামরাই থানার একটি মামলায় ২০২২ সালের ২ নভেম্বর ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সারাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে তাকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক পদ থেকে বহিঃস্কার করা হয়। বর্তমানে সে জামিনে রয়েছেন।
এএজেড
