মানিকগঞ্জে গণ গ্রন্থাগার সদৃশ 'বইবাড়ি'র উদ্বোধন

শ্রাবণ প্রকাশনীর আয়োজনে মানিকগঞ্জে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং প্রকাশনীর পক্ষ থেকে গণ গ্রন্থাগার সদৃশ 'বইবাড়ি'র উদ্বোধন করা হয়। শনিবার(৭ জানুয়ারি) মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে 'বইবাড়ি'র উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
দিনব্যাপী সংস্কৃতি অনুষ্ঠানে যাত্রাপালা গুনাইবিবি, বাউল গান, বইমেলা এবং আবৃত্তি অনুষ্ঠিত হয়। এ সময় আশেপাশের এলাকার শত-শত নারী-পুরুষ সমাবেত হয়। এবং ঢাকা থেকে আগত শ্রাবণ প্রকাশনীর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
শ্রাবণ প্রকাশনীর প্রকাশক ও বইবাড়ীর ব্যবস্থাপনা পরিচালক রবিন আহসান বলেন, 'জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস। বই বাড়ির কার্যক্রম মানিকগঞ্জ থেকেই প্রথম শুরু হলো পর্যায়ক্রমে আমরা সারা দেশব্যাপী এটি ছড়িয়ে দিতে চাই। এর ফলে এই অঞ্চলের মানুষ আরো বেশি সংস্কৃত মানা এবং শিক্ষার আলোয় আলোকিত হবে বলে আমি আশাবাদী।'
এসময় নজরুল গবেষক লেখক ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, জাগীর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধলেশ্বরী নদীর পারঘেষে ১শ শতাংশ জমির উপর 'বই বাড়ি' প্রতিষ্ঠা করা হয়েছে। এই বই বাড়িতে দেশের ঐতিহ্য এবং সংস্কৃত বিষয়ক বই দিয়ে সমৃদ্ধ করা হবে। যেখানে প্রাকৃতিক পরিবেশের মাঝে বসেই পাঠকরা তার পছন্দের বইটি পড়তে পারবেন।
এএজেড
