কিশোরগঞ্জে ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের নিকলি উপজেলায় বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় শাড়ি, লেহেঙ্গাসহ সাবানুর (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিংপুর নদীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাবানুর সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার ভাটি তাহেরপুর এলাকার সেকান্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ একটি দল সাবানুরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে শুল্কবিহীন ভারতীয় ২৪৯ পিস শাড়ি, ৪০ পিস লেহেঙ্গা, ১৮৮ জোড়া খেলার বুট জুতা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৫ হাজার টাকা।
নিকলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর আলী বলেন, ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
এসজি
