বদ্ধ ঘরে আগুনে পুড়ে ২ ভাইয়ের মৃত্যু

মাদারীপুর সদর উপজেলায় বদ্ধ ঘরে আগুন পুড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুদের বয়স আনুমানিক ১ ও ২ বছর। ঘটনার পর থেকেই শিশুদের মা ও নানি পলাতক থাকায় তাদের পরিচয় জানা যায়নি। শিশুদের বাবা মানিক বৈদ্য চুরির মামলায় ১৫ দিন আগে গ্রেপ্তার হন। তিনি বর্তমানে কারাগারে আছেন।
স্থানীয় বাসিন্দা হাজী মো. বাদল মাতুব্বর বলেন, রাস্তা থেকে ধোঁয়া দেখে আমি ঘরের সামনে এসে দেখি আগুন জ্বলছে। ছিটকিনি একটি রুমেই শুধু আগুন লেগেছে। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে ছিটকিনি খুলে দেখি ভেতরে আসবাবপত্র পুড়ে ছাই। ধোঁয়া কমার পর দুই শিশুর পোড়া দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে উনারা স্বামী, স্ত্রী, শাশুড়ি ও ২ ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটত। কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি।
তিনি আরও বলেন, স্থানীয়রা জানায়, সকালে ওই মহিলা ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পর ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বাইরে থেকে আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
এসজি
