শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

মাদারীপুরের কালকিনির মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নিয়োগ বোর্ডের সদস্য সচিবকে বাইরে রেখে রুদ্ধদ্বার বৈঠক করেন সভাপতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ডিজির প্রতিনিধি। এদিকে এ নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিয়োগের ক্ষেত্রে ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ এনে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও কালকিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা বরবার একটি লিখিত অভিযোগ করেন স্থানীয় মনির বেপারী নামে এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়, মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ২৯ অক্টোবর সকালে মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একজন কম্পিউটার ল্যাব অপারেটর, একজন অফিস সহায়ক ও একজন পরিচ্ছন্নতা কর্মীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই নিয়োগ বোর্ডে চার সদস্যের কমিটি গঠন করা হয়। তারা হলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইদ্রিস আলী আকন, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডিজির প্রতিনিধি সুবল চন্দ্র দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক মিয়া। নিয়োগ পরীক্ষার আগেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অফিস কক্ষ থেকে বের করে দিয়ে নিয়োগ বোর্ডের বাকি ৩ সদস্য মিলে রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রায় ৪০ মিনিটের বৈঠক শেষে তারা বেরিয়ে আসেন। পরে নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হলেও নিয়োগ বোর্ডের সদস্য সচিবকে (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) তেমন কোনো ভূমিকায় রাখেননি তারা।

স্থানীয়রা আরও জানান, অফিস সহায়ক পদে সভাপতির আপন ভাইয়ের ছেলে প্রার্থী ছিলেন। তাই গোপন বৈঠকে কোনো ষড়যন্ত্র থাকতে পারে ভেবে অফিস সহায়ক পদের প্রার্থীরা উপস্থিত থেকেও পরীক্ষায় অংশ নেয়নি কেউ। প্রধান শিক্ষক পদে ৮ জন, ল্যাব এসিস্ট্যান্ট পদে ৮ জন ও পরিচ্ছন্নতাকর্মী পদে ৭ জন অংশ নেন।

স্থানীয় বাসিন্দা হিরন শিকদার বলেন, নিয়োগ নিরপেক্ষ করার ইচ্ছা থাকলে কালকিনি উপজেলায় বা স্কুলেই পরীক্ষা হতো মাদারীপুর নিত না। যাকে নিয়োগ দিছে সে তো প্রশ্ন আগেই পাইছে। পরীক্ষা আবার হোক, স্কুলে বসে হোক কোনো আপত্তি নেই। টাকার বিনিময়ে বা স্বজনপ্রীতি যেন না হয়।

অভিযোগকারী মো. মনির বেপারী জানান, সভাপতি সাহেবের বড় ছেলে সরকারি বড় চাকরি করেন। তিনি এলাকায় এসে গোপন বৈঠকে করে সরকারি ক্ষমতার দাপট দেখিয়ে নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের প্রভাবিত করে যান। তার বাবা (সভাপতি) ও পরিবার মিলে এ নিয়োগ সম্পূর্ণ স্বজনপ্রীতি করেছেন। কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে নিয়োগে দেওয়া হয়েছে ব্যবস্থাপনা কমিটির সভাপতির জামাইয়ের ছোট ভাইকে। সবার কাছ থেকেই লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ নিয়োগ বাতিলের জন্য সব দপ্তরে আমি লিখিত অভিযোগ দিয়ে আবেদন করেছি। সরকার এসব বিষয় দেখবে বলে আশা করি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. রাজ্জাক মিয়া ঢাকাপ্রকাশ-কে বলেন, আমি মূলত সিনিয়র সহকারী শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক পদে প্রার্থী ছিলেন বলে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়। নিয়োগ পরীক্ষার আগে অফিস কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে নিয়োগ বোর্ডের অন্য তিন সদস্য প্রায় আধা ঘণ্টা গোপন বৈঠক করেন। নিয়োগ কার্যক্রমে আমার তেমন কোনো ভূমিকা ছিল না। সভাপতি, শিক্ষা অফিসার ও ডিজির প্রতিনিধি যে রেজাল্ট শিট তৈরি করে দিয়েছেন সেখানে আমাকে স্বাক্ষর করতে বলা হয়েছে। আমি স্বাক্ষর করে দিয়েছি। বাকি কিছু জানি না।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইদ্রিস আলী আকন বলেন, নিয়োগ ঠিকঠাক মতো হয়েছে। যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। আত্মীয়কে চাকরি দেওয়ার বিষয়টি এড়িয়ে বলেন এলাকার সবাই আত্মীয়। কোনো টাকার-পয়সার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়নি। যারা অভিযোগ করেছে তারা তাদের স্বার্থে করেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবর রহমান ঢাকাপ্রকাশ-কে জানান, সভাপতির সঙ্গে ব্যক্তিগত একটি কথা ছিল তাই হেড মাস্টারকে বাইরে যেতে বলছিলেন তিনি। আগে বা পরেও তো কথা বলতে পারতেন এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি। মাহাবুবর রহমান জানান, নিয়োগ কার্যক্রম যা যাচাই বাছাই সম্পর্কে তিনি তেমন কিছু জানেন। ডিজির প্রতিনিধি ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র দাস বিস্তারিত বলতে পারবেন। তবে নিয়োগ কার্যক্রম সঠিক হয়েছে বলে মনে
করেন তিনি।

ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র দাস ঢাকাপ্রকাশ-কে বলেন, যারা অভিযোগ করেছে করতে বলেন। নিয়োগ কার্যক্রম সঠিক করেছি। রুদ্ধদ্বার বৈঠকের বিষয়ে জানতে চাইলে বলেন, তিনি বাড়িতে আছেন। সরাসরি দেখা করলে বিষয়টি বুঝিয়ে বলবেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ঢাকাপ্রকাশ-কে বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। কিন্তু এরসঙ্গে উপজেলা শিক্ষা কর্তকর্তা জড়িত। সেজন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য জানানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএন

 

Header Ad
Header Ad

পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার  

ব্যবসায়ী আবুল বাসার ওরফে মিন্টু। ছবিঃ সংগৃহীত

রাজশাহী নগরীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকার কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হত্যা করে কাশবনে ফেলে দেওয়া হয়েছে লাশটি।

নিহত ব্যক্তির নাম আবুল বাসার ওরফে মিন্টু (৩৫)। পেশায় ব্যবসায়ী মিন্টু নগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা। বিনোদপুর বাজারে তার ইলেকট্রিক ব্যবসার দোকান আছে।

নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, কাশবনে ঘুরতে আসা কয়েকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়। ঘুরতে আসা অনেকে লাশের ছবিটি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে। জানাজানির পর নিহতের পরিবার ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করে।

আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে মিন্টুর খোঁজ পাচ্ছিল না পরিবার। কাশবনে তার মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। পলিথিনের ওপর স্কচটেপ প্যাঁচানো ছিল।

ওসি আরও বলেন, ‘আলামত দেখে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।’

Header Ad
Header Ad

সার্ক পুনরুজ্জীবনের প্রশ্নে বাংলাদেশকে যে বার্তা দিলো ভারত

ওমানের মাসকটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। ছবি: সংগৃহীত

সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারত- বাংলাদেশের মধ্যকার উক্ত বৈঠকের আলোচ্য বিষয়ে কিছু তথ্য তুলে ধরেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, মাস্কাটে ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গটি তুলেছিলেন। দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কী ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রেখেছে। তৌহিদ হোসেনকে জয়শঙ্কর এ কথাও বলেছেন, সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয়।

ব্রিফিংয়ে বাংলাদেশের কোনো কোনো উপদেষ্টার কিছু কিছু মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত এসব মন্তব্য নজরে রেখেছে। ওই ধরনের মন্তব্য ও বাংলাদেশের সঙ্গে কাজকর্মে তার প্রভাব–প্রতিক্রিয়ার বিষয়ও ভারতের গোচরে রয়েছে।

তিনি বলেন, এ ধরনের মন্তব্য অবশ্যই সহায়ক নয়। এর প্রতিক্রিয়া কী, তা তাদেরই ভেবে দেখা দরকার।

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালকদের বৈঠক সদ্য শেষ হয়েছে। গত বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক এক প্রশ্নের জবাবে বলেছিলেন, বাংলাদেশে ৫ আগস্টের পালাবদলের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগগুলো অতিরঞ্জিত, মিডিয়ার সৃষ্টি।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কী হয়েছে, সে বিষয়ে সবাই অবগত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই প্রসঙ্গ উত্থাপন করেন। যুক্তরাষ্ট্রকেও এ বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে।

Header Ad
Header Ad

জামায়াতের আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে প্রাণ দিলেন কর্মী

ছবিঃ সংগৃহীত

যানজটে আটকে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়ি বহরকে সাইড করে দিতে গিয়ে বাস চাপায় নিহত হয়েছেন জসিম উদ্দিন (৫৩) নামে জামায়াতের একজন কর্মী।

নিহত জসিম উদ্দিন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশ্রাফ মোল্লার ছেলে। তার স্ত্রী ও শিশুসহ তিন ছেলে সন্তান রয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার ওয়ালটন শো-রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সৈয়দপুর গ্রামের বাসিন্দা মারুপ সিরাজী বলেন, লক্ষীপুর যাওয়ার পথে জামায়াত আমিরের বহরের ৪টি গাড়ি বাগমারা উত্তরবাজারে যানজটে আটকা পড়লে জামায়াতের নেতাকর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিশা পরিবহনের ঢাকামুখী একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জামায়াতের কর্মী জসিম উদ্দীনের মাথা থেতলে যায়। রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

বাগমারা বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম মুন্না বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হলেও বাগমারা বাজার অংশে অধিগ্রহণ জটিলতার কারণে দুই লেন করা হয়েছে।সে কারণে ২৪ ঘণ্টাই সড়কের এই অংশে যানজট লেগে থাকে। যানজট নিরসনে পুলিশ দায়িত্ব পালন করলে আজ হয়তো এমন মৃত্যু হতো না।

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, আমিরে জামায়াত লক্ষীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন। পথসভাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে তাঁর গাড়ি বহর যানজটে আটকা পড়ে।

তখন আমিসহ সংগঠনের ১৫/২০ জন কর্মী ট্রাফিকের দায়িত্ব শুরু করি। আমরা আমিরে জামায়াতকে নিয়ে পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দিন বাস চাপায় মারা যান।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বাগমারা উত্তরবাজারে বাস চাপায় জসিম উদ্দিন নামের একজন মারা গেছেন। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। খবর পেয়েই নিহতের বাড়িতে গিয়েছি।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার  
সার্ক পুনরুজ্জীবনের প্রশ্নে বাংলাদেশকে যে বার্তা দিলো ভারত
জামায়াতের আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে প্রাণ দিলেন কর্মী
সুনামগঞ্জের মধ্যনগরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা  
একুশে টিভির জিডি, কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জামায়াত  
আফ্রিকার রানের চাপে বড় ব্যবধানে হারলো আফগানিস্তান
আগামীকাল দুই বিভাগে বৃষ্টি হতে পারে
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬১
খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পশ্চিম তীরে নতুন করে হামলার নির্দেশ দিলেন নেতানিয়াহু
মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোলে হয়নি দুই বাংলার মিলন মেলা
মাতৃভাষার গুরুত্ব ও ভবিষ্যৎ প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস
চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: তিন দিন পর মামলা, আতঙ্কে যাত্রীরা
বিপ্লবের আত্মত্যাগ উন্নত বাংলাদেশের পথে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে : পররাষ্ট্রসচিব
জাতিসংঘের প্রতিবেদনে ২০২৪ সালে আওয়ামী সরকারের পতনের কারণ উদঘাটন
চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী
পবিপ্রবিতে আবাসিক হলগুলোর নাম পরিবর্তন, মুছে ফেলা হলো শেখ পরিবারের নাম
ইসরায়েলের তেল আবিবে তিনটি বাসে বিস্ফোরণ