আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহতের বাড়িতে শোকের মাতম
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত মনির হোসেন মোল্লার (৬৫) বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (১৭ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা সদর পর্যন্ত উপজেলার আধারা ইউনিয়নের আধারা এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় নামাজের পড়তে মসজিদে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন মনির হোসেন। এ ছাড়া এ ঘটনায় আরও ১০ জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয়। নিহত মনির বকুলতলা এলাকার মোতালেব মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আধারা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ হোসেন ও গত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক মোল্লা গ্রুপের সঙ্গে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকার গ্রুপের বিরোধ চলছিল। সোমবার বিকালে সেই বিরোধকে কেন্দ্র করে শোলারচর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে পাশের বকুলতলা এলাকায়ও। পরপর ককটেল বিস্ফোরণ করে দুই পক্ষ। এসময় আব্দুল হক মোল্লা ও সুরুজ গ্রুপের লোকজন গুলি চালালে পথচারী মনির হোসেন মোল্লাসহ অলি হোসেন গ্রুপের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গুলিবিদ্ধ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কী ধরনের বিস্ফোরকে মনির হোসেনের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে এবং অস্ত্র ব্যবহার হওয়ার বিষয়ে গোয়েন্দা পুলিশ কাজ করছে। যদি ব্যবহার হয়ে থাকে সেসব অস্ত্র উদ্ধারে আমাদের তৎপরতা থাকবে। এ ছাড়া সেসব আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেওয়া হচ্ছে।
এসজি