সরকারি খাল দিয়ে নামানো হচ্ছে বিষাক্ত পানি!
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট নামের কোম্পানির, ক্যামিক্যাল জাতীয় বিষাক্ত পানি যেন এখন শতশত এলাকা বাসীর মরন হয়ে দাড়িয়েছে। ঠিক এমনটাই জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী, ২৩ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, মারিখালি নদীর শাখা খাল দিয়ে সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত চৈতী কম্পাোজিড নামের কোম্পানির বিষাক্ত পানি নামিয়ে দেয়া হচেছ।
মোগরাপারা ইউনিয়নের ছোট সাদীপুর, বন্দেরা, গোহাট্টা, ডহরপাড়া, ফুলবারিয়া, নগরসাদীপুর, বড়সাদীপুর, ষোলপারা, দমদমা, কাবিলগঞ্জসহ ১০ টি গ্রামের মানুষ মহিলারা এই পানি রান্নাবাড়াসহ দৈনন্দিন কাজে ব্যবহার ছিল অপরীসিম। কিন্তু বর্তমানে এই পানি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
এই বিষাক্ত পানির ফলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, এর ফলে আশেপাশের বাড়ি ঘরের টিন, নষ্ট হওয়া বাড়ি ঘর ধ্বংসের মুখে, ফসলি জমিতে ফসল উৎপাদন বন্ধ রয়েছে। নগরসাদীপুর এলাকার রাহিমা বেগম জানান,পানির অপর নাম জীবন আর আমাদের কাছে পানির অপর নাম মরন। তিনি যতো দ্রুত সম্ভব চৈতী কোম্পানির এই বিষাক্ত পানির বিরুদ্ধে সরকারের উপর মহলের দৃষ্টি কামনা করেন।
অপরদিকে এলাকাবাসীর সাথে কথা বলে আরো জানা গেছে এই এলাকার সরকারি হালটের ছোট শাখা খাল এটি এলাকার খালের দুই পাশে অবস্থিত জনবহুল গ্রাম। এক সময় এই খালে নানান প্রজাতির মাছ ও পাওয়া যেত কিন্তু টিপরদি এলাকার এই দূষিত ময়লা পানির কারনে এখন এগুলো বিলুপ্তির পথে। এছাড়া এই পানির ফলে দেখা দিচ্ছে নানান ধরনের রোগব্যাধী। বাতাসে ভেসে আসছে পচা ক্যামিক্যাল জাতীয় পদার্থের গন্ধ।
এদিকে কম্পানির মালিক এতই প্রভাবশালী যে, এলাকার কয়েকজন দুর্নীতি বাজদের মাসিক বখরার মাধ্যমে অসহায় মানুষের খতি সাধন করছেন, পুর্বে সোনারগাঁও উপজেলা নির্বাহি অফিসার কয়েক দফা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার আওতায় আনলেও যেই লাউ সেই কদু, জনগনের ভোগান্তি রয়েই যায়।
এএজেড