টঙ্গীতে ব্যবসায়ী খুনের ঘটনায় আটক ৪
গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়ী খুনের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ আগস্ট) রাতে ওই ব্যবসায়ী তাননকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন-টঙ্গীর এরশাদ নগর এলাকার গেদু মিয়ার ছেলে মোবারক হোসেন(২২), দত্তপাড়ার জহির মার্কেট এলাকার আইয়ুব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও একই এলাকার সিনিয়ার মাদ্রাসা রোডের মো. স্বপন মিয়ার ছেলে সাকিব (২২) ও আউচপাড়া সুতরাং রোড এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৩)।
পুলিশ জানায়, রবিবার রাতে আউচপাড়া মেরিট স্কুলের সামনে রাস্তার উপর ২০-২৫ জনের একটি দল ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে সুমন মাহমুদ পাটোয়ারী ওরফে তানন (৩৩) কে হত্যা করে এবং সালাউদ্দিন তুহিন নামে অপর একজনকে আহত করে। ঘটনার পর থেকে পুলিশ প্রথমে মোবারক নামে একজনকে আটক করে। পরে মোবারককে নিয়ে টঙ্গী পূর্ব থানার কসাই বাড়ি রেল গেইটে সহযোগী আসামিদের ধরতে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে সহযোগী আসামিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে পারে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ছোরা ও ১টি চায়নিজ কুড়াল উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, খুনের ঘটনায় ওই রাতেই চারজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআইএইচ