পদ্মায় জেলের জালে ২০ কেজি ওজনের বাগাইড় মাছ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটের নিচু এলাকা থেকে জেলের জালে ২০ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (২২ আগস্ট) ভোর রাতে সদর উপজেলার অন্তর মোড় এলাকার জেলে জমির ও মমিন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে জমির ও মমিন হালদার জানান, প্রতিদিনের মতো রবিবার (২১ আগস্ট) রাতে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোনও মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। সোমবার (২২ আগস্ট) ভোর রাতে জাল টেনে তুলতেই দেখতে পায় বড় একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকাল ৮টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরী ঘাটের রওশন মোল্লার আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকালে রওশন মোল্লার আড়ত থেকে ২০ কেজি ওজনের বাগাইড় মাছটি উন্মুক্ত নিলামে ১১০০ টাকা কেজিপ্রতি দরে মোট ২২ হাজার টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে ঢাকার এক ব্যবসায়ীর নিকট প্রতি কেজি ১১৫০ টাকা দরে মোট ২৩ হাজার টাকায় বিক্রি করে দেই।
এসআইএইচ