টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ আগস্ট) সকালে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল ও সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন (৩৯) সিরাজগঞ্জের তারাশ উপজেলার দেউরা গ্রামের শাহ জামালের ছেলে। তবে আরেকজনের পরিচয় জানা যায়নি।
এদিন সকাল ৮টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক স্থানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়। অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ী নামক স্থানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আল মামুনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাস্টার মারফিন বলেন, রবিবার সকাল ৮টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা যান।
টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) সাকলাইন জানান, আল মামুন একটি ট্রাকের যাত্রী ছিলেন। আনালিয়াবাড়িতে ট্রাক থেকে নেমে তিনি রেললাইনের পাশে প্রসাব করছিলেন। এসময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
এসজি/