বিএনপির সমন্বয় সভায় পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
দেশব্যাপী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কেন্দ্ৰ ঘোষিত সভা, সমাবেশ, মিছিলের কর্মসূচি বাস্তবায়নের জন্য ফরিদপুর বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ফরিদপুর বিভাগীয় দলনেতা বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য সমালোচনা করে তার পদত্যাগের দাবি জানান এবং এই বক্তব্য প্রত্যাহরের আহবান জানান।
শনিবার ২০ আগস্ট দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ফরিদপুর বিভাগ) এর আয়োজনে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় এই বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ফরিদপুর বিভাগীয় দলনেতা বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠিক সম্পাদক ও ফরিদপুর বিভাগীয় সমন্বয়কারী শামা ওবায়েদের সঞ্চালনায় করেন। সভায় রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার নেতাগণ অংশগ্রহণ করেন।
এএজেড