রোহিঙ্গা নারীকে বিয়ে ও ইয়াবা ব্যবসায় হাতে খড়ি
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পাঁচ মাস আগে জামিনে বেরিয়ে আসেন গাজীপুরের পুবাইল থানার বসুগাঁও এলাকার মো. রেজাউল সরকার ও তার শ্যালিকা সামিরা। শুক্রবার আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন রেজাউল ও তার স্ত্রী মুন্নি।
শুক্রবার (১৯ আগস্ট) রাত ৯টায় গাজীপুর মহানগরের পুবাইল থানার বসুগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পূবাইলের বসুগাঁও এলাকার রেজাউল সরকার প্রায় সাত বছর আগে রোহিঙ্গা নারী মুন্নিকে বিয়ে করেন। এরপর থেকেই স্বামী-স্ত্রী বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পূবাইল থানা ও আশাপাশের এলাকায় বিক্রি করে আসছেন।
প্রায় দুই বছর আগে ৩ হাজার ৮৪০ ইয়াবাসহ গ্রেপ্তার হন রেজাউল সরকার ও মুন্নির ছোট বোন সামিরা। তখন এ ঘটনায় তাদের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় পাঁচ মাস আগে রেজাউল ও সামিরা জামিনে বেরিয়ে আসেন। এরপর তারা আবার মাদক ব্যবসা শুরু করেন।
পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল করিমের বাসায় অভিযান চালানো হয়। পরে ২৫০ ইয়াবাসহ রোহিঙ্গা নারী মুন্নি ও রেজাউল সরকারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পূবাইল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে এবারের উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির জন্য দুই দিন আগে মুন্নি টেকনাফে বসবাসকারি তার ছোট বোন সামিরার কাছ থেকে সংগ্রহ করেছেন।
এসএন