নিরাপত্তা চেয়ে টাঙ্গাইলের সাবেক কাউন্সিলরের চিঠি
নিরাপত্তা চেয়ে আইজিপির দপ্তরসহ সরকারের ৯টি দপ্তরে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ির সাবেক কাউন্সিলর বিলাসপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা।
জানা গেছে, এক হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ায় তিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন একই এলাকার কথিত ডাক্তার আলতাফ হোসেন।
সোমবার (৮ আগস্ট) ঢাকাপ্রকাশ-কে এসব তথ্য জানিয়েছেন মাসুদ নিজেই। তিনি বলেন, আমি এ ঘটনার ন্যায় বিচার চাই।
তিনি বলেন, হামলার ঘটনায় জীবনের নিরাপত্তার চেয়ে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, টাঙ্গাইল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ধনবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারের ৯টি দপ্তরে আবেদন করেছি।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জীবনের নিরাপত্তার আবেদনে তিনি উল্লেখ্য করেন, ভুয়া এমবিবিএস ডাক্তার (বিএমডিসি) আলতাফ হোসেন আমার পরিবারে বিভিন্ন ভাবে ক্ষতি করছে এবং কয়েকবার তিনি আমাকে হত্যার চেষ্টা করেন। আমাকে না পেয়ে সম্প্রতি পার্ক টাউন কফি হাউসে হামলা করে ভাঙচুর ও মৎস্য খামারে ব্যাপক ক্ষতি করেছে। আমেরিকা প্রবাসী হলেও ‘ভুয়া এমবিবিএস’ ডাক্তার আলতাফ হোসেন বিএমডিসির আওতাভুক্ত নন। তবুও তিনি গোপনে টাঙ্গাইলের বিভিন্ন ক্লিনিকে রোগী দেখেন বলে অভিযোগ রয়েছে।
মো. মাসুদ রানা আরও বলেন, পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই প্রশাসনের কাছে আমার ও পরিবারের নিরাপত্তা দাবি করছি। একইসঙ্গে 'ভুয়া ডাক্তার' আলতাফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দুর্নীতি দমন কমিশনেও (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছি।
কেএম/এএস