টাঙ্গাইলে ঈদের মাঠে সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত
টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৯ মার্চ) টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক এই আদেশ জারি করেন। ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রশাসনের জারি করা আদেশ অনুযায়ী, বড় বাসালিয়া ঈদগাহ মাঠের চারপাশে ৪০০ গজ এলাকার মধ্যে সব ধরনের সমাবেশ, শোভাযাত্রা, স্লোগান, মিছিল, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা ও অস্ত্র বহন এবং বেআইনি অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, "ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে।"
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
