রমজানে চুয়াডাঙ্গায় নিয়মিত বাজার মনিটরিং প্রয়োজন: ক্যাব

ছবিঃ ঢাকাপ্রকাশ
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে বাজারের ভেজাল খাবার,খাবারের মূল্য বৃদ্ধি ও আমদানী রপ্তানীসহ বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণ করতে নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন বলে মনে করেন জেলা কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর চুয়াডাঙ্গা কমিটির সভাপতি এ্যাডভোকেট মানিক আকবর।
বুধবার (৫ মার্চ) বেলা ২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রমজানে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে নিজের মতামত তুলৈ ধরেন।
জেলা কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা কমিটির সভাপতি এ্যাডভোকেট মানিক আকবরের সভাপতিত্বে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
মতবিনিময়কালে বক্তরা বলেন, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে বাজারের ভেজাল খাবার,খাবারের মূল্য বৃদ্ধি ও আমদানী রপ্তানীসহ বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণ করতে নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা,দোকান মালিক সমিতির প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
