বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

আবু সালমান প্রধান। ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে আবু সালমান প্রধানকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।

আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এছাড়াও তিনি অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’এর অন্যতম সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, সাবেক ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে আইডি খুলে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন।

এছাড়াও তিনি ‘জয় বাংলা জুম ব্রিগেড’ এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার এই কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রাখার পর তাকে অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ।

Header Ad
Header Ad

রাষ্ট্র নাকি ব্যবসায়ী কার শক্তি বেশি দেখতে চান চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের বাজারে ভোজ্য তেলের সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাজারে ভোজ্য তেলের সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। ব্যবসায়ীদের সঙ্গে চার দফা বৈঠক করেও সংকট না কাটায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, “এবার আমি দেখতে চাই রাষ্ট্রের শক্তি বেশি না ব্যবসায়ীদের শক্তি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “তেলের সরবরাহ যদি স্বাভাবিক না হয়, তাহলে গুদামে গুদামে অভিযান চালানো হবে।”

মঙ্গলবার (৫ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে টাস্কফোর্সের সভায় জেলা প্রশাসক বলেন, “এ মিটিংই শেষ মিটিং। টিকে বা সিটি গ্রুপের মালিকদের যদি জেল দেওয়া হয়, তাহলে তাদের সম্মান থাকবে কি? প্রয়োজনে ছাত্র সমন্বয়কদের নিয়ে অভিযানে নামবো।”

তিনি ব্যবসায়ীদের ভোক্তাদের অধিকার রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, “ব্যবসায়ীদের যে সম্মানের জায়গা রয়েছে, তা কাজের মাধ্যমে রক্ষা করুন। না হলে সরকার রাষ্ট্রীয় পদ্ধতিতে ব্যবস্থা নেবে।”

সভায় খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়—

আমদানিকারক পর্যায়ে: প্রতি লিটার ১৫৩ টাকা
ট্রেডার্স পর্যায়ে: প্রতি লিটার ১৫৫ টাকা
খুচরা পর্যায়ে: প্রতি লিটার ১৬০ টাকা

এই দাম ১০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক খাতুনগঞ্জের বাজার পরিদর্শন করেন এবং সেখানে ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখতে পান।

মেয়র বলেন, “রমজানকে ঘিরে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। নির্ধারিত দামের বাইরে কেউ তেল বিক্রি করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ব্যবসায়ীদের কারসাজি রোধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা বাজার নিয়ন্ত্রণে কাজ করবে।

Header Ad
Header Ad

আ.লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: ড. ইউনূস

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না।

এ ছাড়া, নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচন অংশ নেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান। তাঁর দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কি না, তা এখনো অনিশ্চিত।

বাংলাদেশের আদালত তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। এই বিষয়ে ড. ইউনূস বলেন, ‘তারাই সিদ্ধান্ত নেবে, নির্বাচনে অংশ নেবে কি না। আমি তো তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কে অংশ নেবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে।’

শেখ হাসিনার কঠোর শাসনের শিকার ব্যক্তিরা এখনো ক্ষুব্ধ। সাম্প্রতিক মাসগুলোতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমেছে, তাঁর শাসনামলে ছাত্র বিক্ষোভকারীদের দমন-পীড়নের জন্য তাঁকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে। বাংলাদেশের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে ভারত এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

এদিকে, ড. ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ফেব্রুয়ারিতে শেখ হাসিনার এক ইউটিউব ভাষণের ঘোষণার পর আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে হামলা হয়। এমনকি শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িও ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকার এই সহিংসতাকে ন্যায়সংগত বলে উপস্থাপন করছে। এ বিষয়ে বিবিসি ড. ইউনূসের কাছে জানতে চাইলে, তিনি তাঁর সরকারের অবস্থানকেই সমর্থন করেন।

ড. ইউনূস বলেন, ‘আদালত আছে, আইন আছে, থানায় অভিযোগ করা যায়। আপনি কেবল বিবিসির প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে থাকবেন না, থানায় গিয়ে অভিযোগ করুন এবং দেখুন আইন কীভাবে কাজ করে।’
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন ব্যাপক গণআন্দোলন ও বিদ্রোহ হাসিনাকে ক্ষমতা ছাড়তে ও দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। বিক্ষোভকারীদের আহ্বানে ড. ইউনূস নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসেন।
অধ্যাপক ইউনূস বলেছেন, তিনি ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার ওপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে। কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন তিনি।

 

Header Ad
Header Ad

জাবিতে ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ পরিচয়ধারী এক ভুয়া শিক্ষার্থী আটক

ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হলে অবস্থানরত ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ নকল আইডিকার্ডধারী এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ১টায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, আটক ব্যক্তি আবু হুরাইরার (২২)। বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার মিরপুর গ্রামে। হলের ২১৩ নাম্বার রুমে তাকে প্রায় প্রায় দেখা যেত। তার গতিবিধি লক্ষ্য করে শিক্ষার্থীরা সন্দেহ করেন এবং তাকে জিজ্ঞেসাবাস করেন। তার কথা ও কাজের কোন মিল না থাকায় পাশের রুমে তাকে আটকে রেখে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম উপস্থিত হয়ে ওই ভুয়া শিক্ষার্থীর কাছ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি নকল আইডি কার্ডসহ আরও কয়েকটি স্কুল কলেজের আইডি কার্ড উদ্ধার করেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভুয়া আইডি কার্ড তৈরি করে সবার সাথে কেন প্রতারণা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মজা করে এই আইডি কার্ড তৈরি করেছি। এখানে আমার কোন খারাপ উদ্দেশ্য ছিলো না। এই আইডি কার্ড দিয়ে কারো সাথে প্রতারণাও করিনি আমি।’

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বলেন, ‘বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এমনকি নিজ পরিবারের কাছেও তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবেই পরিচয় দিতেন।’

এ বিষয়ে জানতে চাইলে হলের আবাসিক ছাত্র এবং নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আদনান ফরিদ জানান, ‘এই ছেলেটিকে এর আগেও কয়েকবার এই হলে দেখেছি আমরা। পরিচয় জিজ্ঞেস করলে ঠিকমতো বলতে পারে না। একেক সময় একেক কথা বলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় প্রক্টরিয়াল টিমকে খবর দিই। পরে স্যাররা এসে জিজ্ঞেসাবাদ করলে এর প্রতারণার বিষয়টি সামনে চলে আসলে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়।’

জানা যায়, নিজেকে সিনিয়র দাবি করে হলের জুনিয়রদের একাধিকবার র‍্যাগও দিয়েছেন তিনি। কিন্তু তার সঠিক তথ্য না পাওয়ায় কোথাও অভিযোগ দেওয়ার সুযোগ পায়নি বলে জানান হলের জুনিয়র কিছু শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, ‘দিবাগত রাত ১২ টার পরে আমাদের কাছে খবর আসে নজরুল হলে এক বহিরাগত অবস্থান করছেন। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই এবং গিয়ে ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে সে তার দায় স্বীকার করে নেয়। আমরা তার কাছ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নকল আইডি কার্ডসহ আর কয়েকটি স্কুল কলেজের আইডি কার্ড উদ্ধার করি।’

তিনি আরও জানান, ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত তার বোন ও বোনের জামাইকে ফোন দিয়ে ডেকে নিই এবং সে প্রতারণা করেছে এবং পরে আর কখনই এহেন কার্য করবে না এই মর্মে মুচলেকা নিয়ে তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাষ্ট্র নাকি ব্যবসায়ী কার শক্তি বেশি দেখতে চান চট্টগ্রামের ডিসি
আ.লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: ড. ইউনূস
জাবিতে ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ পরিচয়ধারী এক ভুয়া শিক্ষার্থী আটক
ভারতের পরবর্তী টার্গেট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর
মিয়ানমার থেকে ফিরলেন ৫৬ বাংলাদেশি জেলে
রোজাদারের জন্য যেসব কাজ মাকরুহ
রাজধানীর ভাষানটেকে বস্তিতে আগুন
সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার  
৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন তারেক রহমান-মামুন  
বসুন্ধরা এলাকায় হামলা নিয়ে যা বললেন সারজিস আলম  
ইসরায়েলি পার্লামেন্টে ধস্তাধস্তি, দুই জন আহত  
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকের
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র  
প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল  
সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন  
প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড  
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ তালুকদারের পদ স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়: স্নাতক পাশ না করেও পেল প্রথম শ্রেণীর চাকরী  
সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক আইন অমান্য করছে : ডিএমপি  
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার ঘটনায় আদালতে স্বামীর স্বীকারোক্তি