৫ আগস্ট কুমিল্লায় গুলিবিদ্ধ আব্দুস সামাদের মৃত্যু

গুলিতে আহত আব্দুস সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ছবি : সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বারে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আব্দুস সামাদ চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় তিনি ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুস সামাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের আছমত আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
জাতীয় নাগরিক কমিটির দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ জানান, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেবিদ্বার থানা ঘেরাও কর্মসূচির সময় পুলিশের গুলিতে আহত হন সামাদ। দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, সামাদের উরুতে গুলি লেগেছিল এবং তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে, এবং সামাদ সম্প্রতি ইউএনও কার্যালয়ে গিয়ে মামলার সাক্ষ্য দিয়েছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সামাদের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
