নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার

প্রতীকী ছবি
কুড়িগ্রাম জেলা পুলিশ 'অপারেশন ডেভিল হান্ট' অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়, এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. সাদ্দাম হোসেন জীবন। তিনি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টিকারী এবং অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করারও লক্ষ্যমাত্রা রয়েছে।
শুক্রবার, গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, বিজ্ঞ বিচারক তাদের সবাইকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
