নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে উৎপল রায় (৬২) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত উৎপল রায় আগে একটি ফ্লাওয়ার মিলে চাকরি করতেন।
বর্তমানে তিনি অবসরে ছিলেন। তার দুই ছেলের মধ্যে এক ছেলে প্রবাসে থাকেন। আরেক ছেলে উজ্জ্বল রায় পেশায় একজন চিকিৎসক এবং সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা। স্ত্রী বিয়োগের পর ছেলের সঙ্গেই ওই ফ্ল্যাটে তিনি থাকতেন।
শুরুতে নিহত উৎপল রায়কে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালক বলে জানানো হলেও পরে জানা যায় তথ্যটি সঠিক নয়।
নিহতের ছেলে উজ্জ্বল রায় জানান, বন্দর এলাকার এক নারী তাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজার ভেতর থেকে লক করা দেখতে পান। পরে পাশের ফ্ল্যাটের লোকজনের সহযোগিতায় লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মেঝেতে তার বাবার গলাকাটা লাশ পড়ে আছে।
এছাড়া আলমারি থেকে মৃত মায়ের রেখে যাওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।