মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এই অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় ছাত্র-জনতার একাংশ এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হলে কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।
শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী ছিলেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এবং তার মা বেগম তহুরা আলী দু'বার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
সাম্প্রতিক সময়ে শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিসংযোগের প্রকৃত কারণ প্রশাসন নিশ্চিত করতে পারেনি।
প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)